শেষ আপডেট: 21st January 2025 17:01
দ্য ওয়াল ব্যুরো: বলিউড আর বাইশ গজের প্রেমের পথিকৃৎ ওঁরাই। সিমি গারেওয়ালের সঙ্গে বিচ্ছেদের পর মনসুর আলি খান পতৌদি প্রেমে পড়েন শর্মিলা ঠাকুরের। তবে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন ছিল ওই পরিবারে বাধ্যতামূলক। সেই শর্ত মেনেও নেন শর্মিলা। নতুন কী নাম হয় তাঁর জানেন?
ধর্মান্তরিত হওয়ার পর শর্মিলার নতুন নাম হয় আয়েশা সুলতানা। পরবর্তীকালে সিমিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানান, তাঁর ওই নাম রেখেছিলেন তাঁর স্বামী মনসুর নিজেই।
ধর্ম পরিবর্তন করা কি সহজ ছিল? ওই সাক্ষাৎকারেই সিমি প্রশ্ন করেন তাঁকে। উত্তরে তিনি বলেছিলেন, "খুব একটা সহজ ছিল না, আবার খুব একটা কঠিনও ছিল না। ব্যাপারটা আমাকে করতেই হত। আমি তো আর অশ্রদ্ধা করতে পারি না। আমার তো মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ইসলাম ও হিন্দু এই দুই ধর্মের ব্যাপারেই সবচেয়ে ভাল জানি।"
নবাব পরিবারে বিয়ে হয় শর্মিলার। ভোপালের নবাব পরিবারে জন্ম নেন শর্মিলার শাশুড়ি মা বেগম সাজিদা। কেমন ছিল তাঁদের প্রথম মুলাকাত? তা নিয়েও অকপট তিনি। তাঁর কথায়, "যখন প্রথম আমাদের দেখা হয়, খুব চিন্তায় ছিলাম। উনি সটান জিজ্ঞাসা করেন, 'ছেলেকে নিয়ে কী ভাবছ?' আমি বললাম, 'ওকে পছন্দ করি। কিন্তু আর তো কিছু ভাবিনি। এই তো সবে দেখা হল।"
এই দেখা-সাক্ষাতের মধ্যে দিয়েই হয়ে যায় বিয়ে। ২০১১তে প্রয়াত হন মনসুর। তার আগে পর্যন্ত একসঙ্গেই ছিলেন তাঁরা। তাঁদের প্রেমকাহিনী নিয়ে আজও চর্চা।