Latest News

‘সোনার কেল্লা’র দ্বিতীয় মুকুল এখন বলিউডের বড় পরিচালক, চেনেন তাঁকে?

দ্য ওয়াল ব্যুরো: ‘সোনার কেল্লা’র (Sonar Kella) কথা মনে আছে? সত্যজিৎ রায়ের পরিচালনায় সেই প্রথম ফেলুদাকে চাক্ষুষ দর্শন করেছিল আমবাঙালি। ৪৯ বছর আগে মুক্তি পাওয়া সেই ছবির অভিনেতাদের অনেকেই এখন পরলোক গমন করেছেন। আবার বেশ কিছুজন বর্তমানে সিনেমাজগতে প্রতিষ্ঠিত এক একটি নাম। তপসে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, মুকুল কুশল চক্রবর্তীরা বাংলা ছবিতে দাপিয়ে অভিনয় করছেন। এবার সেই ছবিরই আরও এক শিশুশিল্পীর খোঁজ পাওয়া গেল, যার নতুন কাজ সাড়া ফেলে দিয়েছে বলিউডে। গল্পের শুরুতে জাতিস্মর মুকুল ভেবে ওই একই পাড়া থেকে অন্য যে বাচ্চাটিকে তুলে নিয়ে গিয়েছিল দু’জন ‘দুষ্টু লোক’, এখন সেই ছেলে মাঝবয়সি যুবক তথা বি টাউনের নামী পরিচালক।

জানেন তাঁর পরিচয়?

ওই পরিচালকের নাম শান্তনু বাগচি (Shantanu Bagchi)। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মিশন মজনু’ (Mission Majnu) নামের একটি ছবি। যেখানে অভিনয় করতে দেখা গেছে সিদ্ধার্থ মালহোত্রা এবং রশ্মিকা মান্ধানাকে। এই ছবিটিই পরিচালনার গুরুদায়িত্ব ছিল শান্তনুবাবুর কাঁধে। এর আগে বেশ কয়েকটি টিভির বিজ্ঞাপনে কাজ করলেও ফিচার ফিল্ম এই প্রথম।

ছবি পরিচালনায় আসা কীভাবে? প্রশ্নের জবাবে শান্তনু বাগচি জানান, “ছোটবেলায় সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছিলাম একবারই। ‘সোনার কেল্লা’ ছবিতে ছোট একটি চরিত্র। তখন থেকেই সিনেমার প্রতি আগ্রহ জন্মায়। পরে আরও একটু বড় হয়ে যখন ওঁরই বানানো ‘গুপি গায়েন বাঘা বায়েন’ ছবিটি দেখি, তারপর থেকেই পরিচালনার ভূত মাথায় ঢোকে। ধীরে ধীরে সেই নিয়ে পড়াশোনা শুরু করি। বাংলা-হিন্দি মিলিয়ে প্রায় ৫০০ টিরও বেশি এড-ফিল্ম বানিয়েছি। অবশেষে ‘মিশন মজনু’ বানানোর পর ফিচার ছবি পরিচালনার স্বপ্ন পূরণ হয়েছে।

যেহেতু কলকাতাতেই বেড়ে ওঠা, তাই সত্যজিৎ রায়ই শান্তনুর ছবি বানানোর মূল অনুপ্রেরণা। এছাড়াও মাজিদ মাজিদি, আকিরা কুরোসওয়া, কুইন্টিন ট্যারান্টিনো, আলফ্রেড হিচককের প্রভাবও অনেকখানি। এঁদের তৈরি ছবি দেখেই পরিচালনার খুঁটিনাটি শিখতে পেরেছি।

মুখে ভস্ম, কপালে লাল তিলক, সাধুবেশে কে এই ব্যক্তি! জানলে চমকে উঠবেন

You might also like