শেষ আপডেট: 10th December 2024 22:58
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরেই জনপ্রিয়। বয়স পঞ্চাশের কাছাকাছি। সন্তানের বয়স ২৭ বছর। সলমন খানের 'বিগ বস' শো-তে তাঁকে দেখা গিয়েছে। কথা হচ্ছে শালিনী পাসিকে নিয়ে। ৪৮ বছর বয়সে এসেছে শালিনী কীভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন, তা নিয়ে নেটিজেন আগ্রহের অন্ত নেই। আর তাই ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস-এ নিজের বাড়ি ও জীবন সম্পর্কে মুখ খুলেছেন শালিনী পাসি।
শালিনী পাসি কে?
শালিনী একজন দিল্লির সমাজকর্মী এবং শিল্প বিশেষজ্ঞ, যিনি তাঁর ফ্যাশন বোধের জন্য পরিচিত এবং বেশ জনপ্রিয়। তিনি ভাবনা পাণ্ডে, মাহিপ কাপুর, সীমা সাজদে, নীলম কোঠারি সোনি, কল্যাণী চাওলা এবং ঋদ্ধিমা কাপুরের সঙ্গে নেটফ্লিক্সের ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভসে উপস্থিত ছিলেন।
View this post on Instagram
বিগ বসে আসার আগেও দীর্ঘদিন ধরে নেটপাড়ায় চর্চায় রয়েছেন দিল্লির এই শিল্প বিশেষজ্ঞ। শালিনীর পোশাক, চেহারা, ব্যক্তিত্ব সব কিছু নিয়েই কৌতুহলের শেষ নেই অধিকাংশ নেটিজেনের। বিগ বসে আসার পর থেকে যেন তা বেড়ে গিয়েছে কয়েকগুণ। নামজাদা অভিনেত্রী না হলেও, বি-টাউনের তারকা মহলে পরিচিত মুখ। তাই তাঁর সৌন্দর্য ও ফিটনেস নিয়ে জানতে চান অনেকেই।
সৌন্দর্য্যের রহস্য জানালেন নিজেই
সেই নিয়েই এবার মুখ খুললেন শালিনী। জানালেন এই বয়সে এসেও কীভাবে তিনি নিজেকে এমন সুন্দর ধরে রেখেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই শিল্প বিশেষজ্ঞ জানিয়েছেন, তিনি কখনও চুলে রং করেননি। তাঁকে প্রশ্ন করা হয়, ৪৮ বছর বয়সে এসে এমন সুন্দর চুল কীভাবে পাওয়া সম্ভব? শালিনী তার উত্তরে বলেন, 'আমি এত বছর ধরে চুল পরিষ্কার করতে ব্যবহার করছি রিঠা এবং আমলকি। বাজার চলতি কোনও শ্যাম্পু আমি কখনওই ব্যবহার করিনি। ২৪ ঘণ্টা জলে ভিজিয়ে, তার পর রিঠা গুঁড়িয়ে শ্যাম্পু করেনি। তার সঙ্গে মিশিয়ে নিই আমলকি। আমি মনে করি চুলের জন্য এর থেকে ভাল আর কিছুই হতে পারে না।'
তাছাড়া বিগ বস শো-তে এসেও তিনি কিছু আশ্চর্য কথা বলেছিলেন। যা শুনে বাকিরা বেশ হতবাকই ছিলেন। তাঁর মতে, তিনি কফি খান যা ঠান্ডা হয়। অর্থাৎ নর্মাল টেমপারেচারের হতে হবে। কফি কাপেও স্ট্র ব্যবহার করেন। এর পিছনেও রয়েছে একটি কারণ। দাঁতে কফি লাগলে, তা খারাপ হয়ে যেতে পারে। ফলে কাপ থেকে সরাসরি কফি খান না। মশারি ছাড়া শোয়ার কথা তিনি ভাবেনও না। শুধু তাই নয়, ঘরের জানলা দরজাও বন্ধ করে রাখেন। এতে ঘর গরম থাকে, যা শরীরের পক্ষে ভাল বলে মনে করেন শালিনী।
শো-তে তাঁকে জিজ্ঞাসা করা হয়, এমন সুন্দর থাকার পিছনে কারণ কী? উত্তরে শালিনী বলেন, 'আমি স্বাস্থ্যকর এবং পরিষ্কার খাই। তাছাড়া মানসিক চাপ নিই না। তাছাড়া সুষম খাদ্য খাওয়া খুব দরকার। আমি রোজ সকালে ঘুম থেকে উঠে এক চামচ করে ঘি খাই। হতে পারে, তার জন্যই এখনও এমন রয়েছি।'