শেষ আপডেট: 2nd November 2023 19:13
দ্য ওয়াল ব্যুরো: তিনি ৫৮ ছুঁলেন। রাত ১২টা বাজতেই তাঁর মুম্বইয়ের বাড়ি 'মন্নত'-এর সামনে লাখো ভক্তের ভিড়। হিসেব বলে আর মাত্র ২ বছর পরে ৬০ বছর বয়স হবে শাহরুখের। তবে যে বয়সে বাকিরা ভাবেন অবসর নিয়ে পরিবারের সঙ্গে অলস সময় কাটাবেন ঠিক সেই সময়েই নতুন করে ফের বলিউডে 'কামব্যাক' করলেন শাহরুখ। একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন, সেখান থেকে আজ বলিউডের বেতাজ 'বাদশা' বললে একজনের নামই মনে পড়ে।
গোটা অভিনয় জীবনে অনেক ধরনের চরিত্র করেছেন তিনি। তবে শাহরুখের এই ১০ চরিত্র আজও সেরার তালিকায় থাকবে
'বাজিগর' ছবিতে অ্যান্টি হিরো ভিকি মালহোত্রা ওরফে শাহরুখকে পর্দায় দেখলে আজও রীতিমতো গায়ে কাঁটা দেয়। তবে ছবিতে যতই অ্যান্টি হিরোর ভূমিকায় অভিনয় করুন শাহরুখ, 'হারকর জিতনেওয়ালো কো বাজিগর কেহতে হ্যায়' এই সংলাপ কিন্তু এখনও লোকের মুখে মুখে ঘোরে।
কেরিয়ারের শুরুর দিকে একাধিক ছবিতে রীতিমতো ভয় ধরানো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখকে। বিশেষত 'ডর' ছবিতে শাহরুখের তোতলামি করে বলা 'কককককিরণ' অর্থাৎ জুহি চাওলাকে সমানে অনুসরণ করে যাওয়া সাইকোপ্যাথের চরিত্র তাকে এনে দিয়েছিল কাঙ্ক্ষিত সাফল্য।
বলিউডের সর্বকালের সেরা ১০ প্রেমের ছবি হিসেব করতে বসলে নয়ের দশকের আইকনিক প্রেমের ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' তার মধ্যে অবশ্যই পড়বে। রাহুল অঞ্জলির রসায়ন একটা প্রজন্মকে শিখিয়েছিল ভালবাসার আরেক নাম বন্ধুত্ব, 'পেয়ার দোস্তি হ্যায়'। কলেজের উচ্ছ্বল রাহুল থেকে আট বছরের মেয়ের বাবা দুই সময়েই শাহরুখ ছিলেন লা-জবাব।
রিজওয়ান খান, একজন নিরীহ ব্যক্তি, রাষ্ট্রের জুলুমে যার পারিবারিক জীবন বিপন্ন হয়ে যায়, সেই তিনিই রাষ্ট্রকে বলতে চান, 'আমার পদবি খান হলেও আমি উগ্রপন্থী নই'। ২০১০ সালে মুক্তি পাওয়া 'মাই নেম ইজ খান' শাহরুখের অভিনীত ছবিগুলির মধ্যে সেরার তালিকায় অবশ্যই থাকবে।
শাহরুখ খানই সম্ভবত সেই ব্যক্তি যিনি একদিকে যেমন মানসিক রোগীর ভূমিকায় অভিনয় করেছেন তেমনই পাশাপাশি মানসিক চিকিৎসকের ভূমিকাতেও অভিনয় করেছেন। 'ডিয়ার জিন্দেগি' ছবিতে শাহরুখের অভিনয় তাঁর কেরিয়ারের সবচেয়ে পরিণত অভিনয় বলে মনে করেন অনেকে।
অনুষ্কা শর্মার কেরিয়ারের প্রথম ছবিতে শাহরুখকে দেখা গিয়েছিল সম্পূর্ণ অন্য লুকে। সাধারণ প্যান্ট শার্ট পরা গোঁফওয়ালা মধ্যবিত্ত গোবেচারা ভদ্রলোকের ভূমিকায় শাহরুখকে দেখে চমকে গিয়েছিলেন সকলে।
তিনি হাসান, আবার তিনিই জানেন দর্শককে কাঁদিয়ে দেওয়ার মন্ত্র। 'কাল হো না হো' ছবির শাহরুখকে দেখে চোখের জল ফেলেননি এমন দর্শক মেলা কঠিন।
বলিউডের সর্বকালের সেরা ১০টি খেলা নির্ভর ছবির মধ্যে অবশ্যই থাকবে 'চাক দে ইন্ডিয়া'। সেই ছবিতে কড়া ধাতের কোচ কবীর খান রূপে শাহরুখের অভিনয় যেন ছাপিয়ে যায় তাঁর করা সমস্ত চরিত্রকে।
এক ভারতীয় মেয়ে এবং এক পাকিস্তানি যুবকের প্রেমের কাহিনী 'বীর জারা'-তে শাহরুখের অভিনয় ভোলার নয়। বিশেষত বৃদ্ধ বয়সে এসে ফের প্রেয়সীর সঙ্গে মিল হওয়ার দৃশ্যে চোখের জল ফেলেননি এমন দর্শকের সংখ্যা খুব কম।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'দেবদাস'-এ শাহরুখ খানের অভিনয় প্রশংসা কুড়িয়েছিল সমালোচকদের। অনেকে বলেন এমন একটি চরিত্র শাহরুখ খানের চেয়ে ভাল কেউ করতেই পারতেন না।