শেষ আপডেট: 30 January 2024 12:27
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে মুক্তি পেয়েছে কিং খানের তিনটি ছবি। পাঠান, জাওয়ান, ডানকি। পরপর ব্লকব্লাস্টার দেয় শাহরুখ। কিন্তু আজ থেকে চার বছর আগের ছবিটা এরকম ছিল না। জিরো, ফ্যান, জব হ্যারি মেট সেজল ছবিগুলি বক্স অফিসে তেমন জায়গা না করার ফলে তিনি এক লম্বা বিরতি নেন।
'ডন'-এর বিরতির খবর শুনে সে সময় মন ভাঙে তাঁর ভক্তদের। প্রতি বছর তাদের এই আশায় দিন কাটত যে কিং খান কবে ওঁর নতুন ছবির কথা জানাবেন। কিন্তু কেটে যায় চারটে বছর। নিজেকে সম্পূর্ণ ভাবে সরিয়ে রাখেন অভিনেতা।
View this post on Instagram
শাহরুখ খান শুধু একজন অভিনেতাই নন, একজন সফল ব্যবসাদারও বটে। চার বছর অভিনয় থেকে সরে আসাকে অনেকে বলেন পাবলিসিটি স্টান্ট, অর্থাৎ লোককে চমক দেওয়ার জন্য উনি এটা করছেন। তবে আসল গল্পটা তা নয়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে কিং খান সংবাদমাধ্যমকে জানান যে ৩৩ বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরেও উনি আজও কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ঘাবড়ান। শুধু তাঁর মনে হয় ঠিক সিনেমা বাছলাম তো?
View this post on Instagram
উনি আরও বলেন, 'এই তিনটের আগে বেশ কিছু সিনেমা আমার ভালো চলেনি। আমি ভেবেছিলাম আমি হয়তো আর ভালো সিনেমা বানাতে পারি না। কিন্তু আমায় ভুল প্রমাণ করল আমার শুভাকাঙ্ক্ষীরা। চার বছর পর ছবি মুক্তির পরেও যেভাবে আমাকে সবাই জাওয়ান, পাঠান ও ডানকির জন্য গোটা দেশ ও দেশের বাইরে থেকে ভালবাসা জানিয়েছেন, এটাই আমার পাওনা।'
সেই সময় মনের ভেতর ওঁর কী চলছিল তা নিয়ে আলোচনা করেন সংবাদমাধ্যমের সঙ্গে। জানান, 'অনেকেই আমায় সে সময় বলেছিল তিন-চার মাসের বিরতি নাও, সেটাই যথেষ্ট। চার বছরের জন্য নিও না।' 'ডানকি'-র অভিনেতা কারও কথা না শুনে নিজের মতোই কাজ করেন। তাই বলেন, 'শুনিনি বলেই আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি যা করি, সেটা ঠিক করি।'
View this post on Instagram
দীর্ঘ অপেক্ষার শেষে শাহরুখ ভক্তদের কাছে আসে পরপর তিনটে ব্লকব্লাস্টার। এত বছর বিরতির পরেও কারও মনে শাহরুখের প্রতি বিশ্বাস কমেনি। এই কারণেই বলিউডের কিং বলতে আজও সবাই শাহরুখকেই বোঝে!