Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Shahrukh remembering his struggle during his break

'আমি আর ভালো সিনেমা বানাতে পারি না', কেন এ কথা বললেন শাহরুখ

চার বছর অভিনয় থেকে সরে আসাকে অনেকে বলেন পাবলিসিটি স্টান্ট, অর্থাৎ লোককে চমক দেওয়ার জন্য উনি এটা করছেন। তবে আসল গল্পটা তা নয়।

'আমি আর ভালো সিনেমা বানাতে পারি না', কেন এ কথা বললেন শাহরুখ

শেষ আপডেট: 30 January 2024 12:27

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে মুক্তি পেয়েছে কিং খানের তিনটি ছবি। পাঠান, জাওয়ান, ডানকি। পরপর ব্লকব্লাস্টার দেয় শাহরুখ। কিন্তু আজ থেকে চার বছর আগের ছবিটা এরকম ছিল না। জিরো, ফ্যান, জব হ্যারি মেট সেজল ছবিগুলি বক্স অফিসে তেমন জায়গা না করার ফলে তিনি এক লম্বা বিরতি নেন। 


'ডন'-এর বিরতির খবর শুনে সে সময় মন ভাঙে তাঁর ভক্তদের। প্রতি বছর তাদের এই আশায় দিন কাটত যে কিং খান কবে ওঁর নতুন ছবির কথা জানাবেন। কিন্তু কেটে যায় চারটে বছর। নিজেকে সম্পূর্ণ ভাবে সরিয়ে রাখেন অভিনেতা। 

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)


শাহরুখ খান শুধু একজন অভিনেতাই নন, একজন সফল ব্যবসাদারও বটে। চার বছর অভিনয় থেকে সরে আসাকে অনেকে বলেন পাবলিসিটি স্টান্ট, অর্থাৎ লোককে চমক দেওয়ার জন্য উনি এটা করছেন। তবে আসল গল্পটা তা নয়।


সম্প্রতি একটি অনুষ্ঠানে কিং খান সংবাদমাধ্যমকে জানান যে ৩৩ বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরেও উনি আজও কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ঘাবড়ান। শুধু তাঁর মনে হয় ঠিক সিনেমা বাছলাম তো?

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

উনি আরও বলেন, 'এই তিনটের আগে বেশ কিছু সিনেমা আমার ভালো চলেনি। আমি ভেবেছিলাম আমি হয়তো আর ভালো সিনেমা বানাতে পারি না। কিন্তু আমায় ভুল প্রমাণ করল আমার শুভাকাঙ্ক্ষীরা। চার বছর পর ছবি মুক্তির পরেও যেভাবে আমাকে সবাই জাওয়ান, পাঠান ও ডানকির জন্য গোটা দেশ ও দেশের বাইরে থেকে ভালবাসা জানিয়েছেন, এটাই আমার পাওনা।' 


সেই সময় মনের ভেতর ওঁর কী চলছিল তা নিয়ে আলোচনা করেন সংবাদমাধ্যমের  সঙ্গে। জানান, 'অনেকেই আমায় সে সময় বলেছিল তিন-চার মাসের বিরতি নাও, সেটাই যথেষ্ট। চার বছরের জন্য নিও না।' 'ডানকি'-র অভিনেতা কারও কথা না শুনে নিজের মতোই কাজ করেন। তাই বলেন, 'শুনিনি বলেই আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি যা করি, সেটা ঠিক করি।'

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)


দীর্ঘ অপেক্ষার শেষে শাহরুখ ভক্তদের কাছে আসে পরপর তিনটে ব্লকব্লাস্টার। এত বছর বিরতির পরেও কারও মনে শাহরুখের প্রতি বিশ্বাস কমেনি। এই কারণেই বলিউডের কিং বলতে আজও সবাই শাহরুখকেই বোঝে!


ভিডিও স্টোরি