শেষ আপডেট: 26th April 2023 12:57
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুটা 'পাঠান' এর মাধ্যমে জমে উঠেছে কিং খানের (Shahrukh Khan)। এই মুহূর্তে আগামী ছবি ডানকির (Danki) শুটিংয়ে ব্যস্ত বাদশা। কাশ্মীরে পৌঁছে গিয়েছেন শাহরুখ খান সহ ছবির গোটা টিম। সম্প্রতি জানা গেছে, কাশ্মীরে শুটিং পর্ব শেষ হলেই জলের তলায় বিশেষ একটি দৃশ্যের শুট করবেন এসআরকে।
সূত্রের খবর জলের তলার এই বিশেষ দৃশ্যটি গল্পে আলাদা মাত্রা যোগ করবে। যদিও এই দৃশ্যটি কোনও অ্যাকশন দৃশ্যের অংশ নয়। এখনও পর্যন্ত কোন জায়গায় এই জলের তলার দৃশ্যটি শ্যুট হবে তাও ঠিক করা হয়নি নির্মাতাদের তরফে।
ডানকি ছবিটির শ্যুটিং শুরু হয় গত বছরের জুন মাসের গোড়ার দিকে। মাঝে পাঠান ছবির জন্য কিছুদিন বন্ধ ছিল এই ছবির শ্যুটিং। পাঠান মুক্তির পর ফের শুরু হয় রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির কাজ। কাশ্মীরে শ্যুটিংয়ের পর জলের তলায় দৃশ্যটি নেওয়াই কেবলমাত্র বাকি আছে এই ছবির।
প্রসঙ্গত, দীর্ঘদিন পর কাশ্মীরে কোনও হিন্দি ছবির শ্যুটিং হচ্ছে। জঙ্গিহানার কারণে দীর্ঘদিন একসময় বলিউডের প্রথম পছন্দ এই পাহাড় ঘেরা উপত্যকা এড়িয়ে চলতেন পরিচালকরা। মঙ্গলবারই কিং খান পৌঁছান ভূস্বর্গে। কাশ্মীরি শাল, পুস্পস্তবক দিয়ে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। কাশ্মীরের বাসিন্দাদের এমন আতিথেয়তায় খুশি শাহরুখও। সোনমার্গে এই মুহূর্তে চলছে ডানকির শ্যুটিং। প্রতিদিনই ‘পাঠান’কে দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ থেকে পর্যটকরা।
ভূস্বর্গে শাহরুখ! কাশ্মীরি শাল পরিয়ে অভ্যর্থনা, বাদশা দর্শনে সোনমার্গে থিকথিকে ভিড়