শেষ আপডেট: 27 January 2024 08:12
দ্য ওয়াল ব্যুরো: সম্পর্ক টিকিয়ে রাখা যে সহজ নয় তা সবাই জানে। ভালবাসলে অশান্তি আসবে। তা বলে বিচ্ছেদ?
হ্যাঁ, বিয়ের ঠিক আগেই বলিউডের পাওয়ার কাপলের ছাড়াছাড়ি হয়ে যায়। শাহরুখকে ছেড়ে চলে যান গৌরি। তার কারণ শাহরুখ নিজেই।
মাত্র ১৮ বছর বয়সে গৌরির সঙ্গে দেখা হয় শাহরুখের। একটা পার্টিতে গৌরিকে দেখে মুগ্ধ হন তিনি। কিন্তু ডেকে কথা বলতে লজ্জা পেয়েছিলেন। আর গৌরি নিজেও তখন অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে শাহরুখ অনেকটা সাহস জোগাড় করে শেষে গিয়ে পৌঁছয় গৌরির কাছে। কিন্তু কথা বলতে গেলে গৌরি সোজা বলে দেয় ও ওর প্রেমিকের জন্য অপেক্ষা করছে। যদিও তা সত্যি নয়। আসলে গৌরি খান অপেক্ষা করছিলেন ওঁর ভাইয়ের জন্য।
তবে এই মিথ্যে আটকে রাখেনি দুজনের প্রেম। বাড়িতে লুকিয়ে প্রেম করতে শুরু করে গৌরি-শাহরুখ। তবে প্রেমের প্রথম সময়গুলো ভালো কাটলেও যথারীতি একটা সময়ের পর সমস্যা আসে। বাড়িতে জানাজানি হয়ে যায়। গৌরির মা-বাবা সম্পর্কের বিরুদ্ধে চলে যায়। সেই সময়ই শাহরুখ প্রচন্ড পজেসিভ হয়ে ওঠে। কোনো ছেলের সঙ্গে এমননিও কথা বলতে দিতেন না গৌরিকে।
একদিকে বাড়ির চাপ, অন্যদিকে শাহরুখের ছেলেমানুষি বিরক্ত করে তোলে এই ইন্টেরিয়র ডেকরেটারকে। সে সবকিছু ছেড়ে কাউকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে চলে যায় মুম্বই।
গৌরিকে হারিয়ে ফেলার ভয় চেপে বসে শাহরুখের মনে। মায়ের থেকে দশ হাজার টাকা নিয়ে চলে যায় মুম্বই। সারা শহরে গৌরিকে খুঁজতে শুরু করে। কিন্তু দিন কেটে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। শাহরুখের পকেটের টাকাও শেষ হতে থাকে। হঠাৎ এই সময় তার মনে পড়ে যে গৌরির সমুদ্র পছন্দ। মনে হওয়া মাত্র চলে যায় সমুদ্রের পাড়ে। কিছুদিন সেখানে বসে অপেক্ষা করে শেষে দেখা মেলে গৌরির।
আর দেরি করে না, বিয়ের প্রস্তাব দিয়েই ফেলে। কিন্তু আবারও বাধা আসে, গৌরি সোজা না বলে দেয়।
তবে তার এক বছর পর গৌরি খানের মায়ের মৃত্যুর পর গৌরি ঠিক করে বিয়ে করবে। ১৯৯১ সালে দুজনের বিয়ে, তারপরেরটা তো সবারই জানা। বলিউডের কাপল গোলস বলতে এখনও লোকে শাহরুখ-গৌরিকেই বোঝে।