Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জোকাকাণ্ডে নির্যাতিতার 'অসহযোগিতায়' ক্ষুব্ধ সিট! মঙ্গলবার কি গোপন জবানবন্দি দেবেন তরুণী'উনি প্রধানমন্ত্রী হবেন সেটা আপনি জানেন?' রাহুলকে নিয়ে 'ভবিষ্যৎদ্রষ্টার' আবদারে অবাক বম্বে আদালতঅভিজিৎ সরকার খুনের মামলায় চার্জশিটে নাম, আগাম জামিন চেয়ে হাইকোর্টে তৃণমূল নেতারাEng vs Indi: ডোবালেন ব্যাটাররাই, লর্ডসে ভারতের পরাজয়ের প্রধান সাত কারণ'ম্যায় হুঁ না...', শাহরুখের ঢঙে সংলাপ বলে দলীয় কর্মীদের বার্তা দিলীপের'বৃষ্টি হলেও জল দাঁড়াচ্ছে না, অতিবৃষ্টিতেও দ্রুত সরছে', পাতিপুকুরের উদাহরণ টানলেন ফিরহাদমর্নিংওয়াকে বেরিয়েছিলেন হায়দরাবাদের সিপিআই নেতা, চোখে লঙ্কাগুঁড়ো ছুড়ে গুলি করে মারল আততায়ীরাপ্রেমিকের সঙ্গে মিলে হবু বরকে খুন করেন তরুণী! 'ভুল' সংশোধনে আশার আলো দেখাল সুপ্রিম কোর্টছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা, এবার হিন্দি সিরিয়ালের নায়িকা রূপে নিজেকে প্রমাণ করবেন 'দুর্গা' পণের জন্য মারধর, শ্বশুরের যৌন হেনস্থায় সায় ছিল স্বামীর! শেষমেশ মেয়েকে নিয়ে আত্মঘাতী বধূ
Story about Shahrukh Khan Gouri Khan breakup

বিয়ের আগে অন্য কোনো পুরুষের সঙ্গে কথা নয়, এই কারণে বিচ্ছেদ হয়েছিল শাহরুখ-গৌরির

বিয়ের ঠিক আগেই বলিউডের পাওয়ার কাপলের ছাড়াছাড়ি হয়ে যায়। শাহরুখকে ছেড়ে চলে যান গৌরি। তার কারণ শাহরুখ নিজেই। 

বিয়ের আগে অন্য কোনো পুরুষের সঙ্গে কথা নয়, এই কারণে বিচ্ছেদ হয়েছিল শাহরুখ-গৌরির

শেষ আপডেট: 27 January 2024 08:12

দ্য ওয়াল ব্যুরো: সম্পর্ক টিকিয়ে রাখা যে সহজ নয় তা সবাই জানে। ভালবাসলে অশান্তি আসবে। তা বলে বিচ্ছেদ?

হ্যাঁ, বিয়ের ঠিক আগেই বলিউডের পাওয়ার কাপলের ছাড়াছাড়ি হয়ে যায়। শাহরুখকে ছেড়ে চলে যান গৌরি। তার কারণ শাহরুখ নিজেই। 

Old pic | Shahrukh khan, Bollywood celebrities, Bollywood quotes
মাত্র ১৮ বছর বয়সে গৌরির সঙ্গে দেখা হয় শাহরুখের। একটা পার্টিতে গৌরিকে দেখে মুগ্ধ হন তিনি। কিন্তু ডেকে কথা বলতে লজ্জা পেয়েছিলেন। আর গৌরি নিজেও তখন অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে শাহরুখ অনেকটা সাহস জোগাড় করে শেষে গিয়ে পৌঁছয় গৌরির কাছে। কিন্তু কথা বলতে গেলে গৌরি সোজা বলে দেয় ও ওর প্রেমিকের জন্য অপেক্ষা করছে। যদিও তা সত্যি নয়। আসলে গৌরি খান অপেক্ষা করছিলেন ওঁর ভাইয়ের জন্য। 

Gauri Khan Shares A Throwback Pic With Shahrukh Khan Photobombing And It's  Gold | Filmfare.com
তবে এই মিথ্যে আটকে রাখেনি দুজনের প্রেম। বাড়িতে লুকিয়ে প্রেম করতে শুরু করে গৌরি-শাহরুখ। তবে প্রেমের প্রথম সময়গুলো ভালো কাটলেও যথারীতি একটা সময়ের পর সমস্যা আসে। বাড়িতে জানাজানি হয়ে যায়। গৌরির মা-বাবা সম্পর্কের বিরুদ্ধে চলে যায়। সেই সময়ই শাহরুখ প্রচন্ড পজেসিভ হয়ে ওঠে। কোনো ছেলের সঙ্গে এমননিও কথা বলতে দিতেন না গৌরিকে।

একদিকে বাড়ির চাপ, অন্যদিকে শাহরুখের ছেলেমানুষি বিরক্ত করে তোলে এই ইন্টেরিয়র ডেকরেটারকে। সে সবকিছু ছেড়ে কাউকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে চলে যায় মুম্বই।
গৌরিকে হারিয়ে ফেলার ভয় চেপে বসে শাহরুখের মনে। মায়ের থেকে দশ হাজার টাকা নিয়ে চলে যায় মুম্বই। সারা শহরে গৌরিকে খুঁজতে শুরু করে। কিন্তু দিন কেটে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। শাহরুখের পকেটের টাকাও শেষ হতে থাকে। হঠাৎ এই সময় তার মনে পড়ে যে গৌরির সমুদ্র পছন্দ। মনে হওয়া মাত্র চলে যায় সমুদ্রের পাড়ে। কিছুদিন  সেখানে বসে অপেক্ষা করে শেষে দেখা মেলে গৌরির।

Shah Rukh Khan Asked His Wife Gauri For

আর দেরি করে না, বিয়ের প্রস্তাব দিয়েই ফেলে। কিন্তু আবারও বাধা আসে, গৌরি সোজা না বলে দেয়।

Happy Birthday Gauri Khan: 7 family pics of her with Shah Rukh Khan,  Suhana, Aryan-AbRam are all things love | PINKVILLA
তবে তার এক বছর পর গৌরি খানের মায়ের মৃত্যুর পর গৌরি ঠিক করে বিয়ে করবে। ১৯৯১ সালে দুজনের বিয়ে, তারপরেরটা তো সবারই জানা। বলিউডের কাপল গোলস বলতে এখনও লোকে শাহরুখ-গৌরিকেই বোঝে।


ভিডিও স্টোরি