শেষ আপডেট: 27 February 2024 10:13
দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান! সবাইকে অন্ধকারে রাখার পর অবশেষে খবর মিলল শাহরুখের পরের ছবির। গত বছরের তিন তিনটে ব্লকব্লাস্টারের পর কিং খান কোন ছবিতে অভিনয় করবেন, এই নিয়ে জোরদার গুঞ্জন চলছিল। কিন্তু বাদশার মুখে ছিল কুলুপ আঁটা। দর্শকদের রহস্যে রাখতেই বেশি পছন্দ করেন অভিনেতা।
সমস্ত জল্পনা দূরে সরিয়ে এবার সংবাদমাধ্যমকে জানালেন, তিনি পরের ছবির শুটিং শুরু করবেন। তবে তার চেয়েও বড় চমক এই ছবিতে তাঁর বিপরীতে থাকবে তাঁরই কন্যা সুহানা। প্রথমবার বড় পর্দায় বাবা-মেয়ের জুটির দেখা মিলবে। রেড চিলিজের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দও রেড চিলিজের সঙ্গে প্রযোজনার দায়িত্বে থাকবেন।
সূত্রের খবর, ছবিটির নাম, ‘কিং’। ভরপুর অ্যাকশন থ্রিলারে দেখা মিলবে শাহরুখ সুহানার। চলতি বছরের মে মাস থেকে শুটিং শুরু করবেন কিং খান। আরও জানা গিয়েছে, সিদ্ধার্থ আনন্দ ও সুজয় ঘোষ প্রতিনিয়ত শাহরুখ ও সুহানার সঙ্গে যোগাযোগে রেখে চলছিলেন। অক্টোবর মাস থেকে অনেক মিটিংও করেছেন। এমনকী চিত্রনাট্যের কাজও শুরু হয়ে গেছে।
সুহানা ছবিটির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অ্যাকশনে ভরপুর ছবিতে অনেক স্টান্ট থাকায় তাঁকে আগের থেকে তৈরি হতে হবে। সূত্রের খবর, মন্নতেই বাবার সাথে তালিম নিচ্ছে খান-কন্যা। বিদেশ থেকে ট্রেনাররা এসেছে সুহানাকে সাহায্য করতে।
ডিসেম্বরে ‘পাঠান ২’-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন কিং খান। তাই তার আগেই ‘কিং’-এর শুটিং শুরু করে দিতে চান পরিচালক সুজয়। সম্ভবত ২০২৫-এই মুক্তি পাবে শাহরুখ সুহানার নতুন সিনেমা