শেষ আপডেট: 9th March 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: আইফা অ্যাওয়ার্ডসের সংবাদিক সম্মেলনে বহু বছর পর ফের একসঙ্গে দেখা গেল করিনা কাপুর খান এবং শাহিদ কাপুরকে। একে অপরকে দেখে জড়িয়ে ধরলেন তাঁরা, কিছুক্ষণ কথাও বললেন। তাঁদের এই মিষ্টি মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। বহু ভক্ত তাঁদের প্রিয় জুটিকে ফের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এই সাক্ষাৎ প্রসঙ্গে শাহিদ নিজেই মুখ খুললেন। আইফার গ্রিন কার্পেটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের মধ্যে এরকম দেখা-সাক্ষাৎ হতেই থাকে। এটা আমাদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার। আজ স্টেজে দেখা হয়েছে, ভবিষ্যতেও এমন দেখা হবে। মানুষ যদি এটা পছন্দ করেন, তবে তা খুবই ভাল।”
প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত করিনা ও শাহিদের প্রেমের গুঞ্জন বলিউডে শোনা গিয়েছিল। তাঁদের একসঙ্গে ‘ফিদা’, ‘চুপ চুপ কে’ ও ‘জব উই মেট’-এর মতো জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে। যদিও ‘জব উই মেট’-এর শুটিংয়ের সময়ই তাঁদের বিচ্ছেদ ঘটে। পরে ‘টাশান’-এর শুটিংয়ে সইফ আলি খানের প্রেমে পড়েন করিনা এবং ২০১২ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এবার আইফা অ্যাওয়ার্ডসে এক মঞ্চে দেখা যাবে শাহিদ এবং করিনাকে। রাজস্থানের জয়পুরে আয়োজিত এই অনুষ্ঠানে দুই তারকাই পারফর্ম করবেন। শাহিদ তাঁর হিট গানের সঙ্গে নাচবেন, অন্যদিকে করিনা তাঁর ঠাকুরদা, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধা জানিয়ে পারফর্ম করবেন।