শেষ আপডেট: 29th January 2025 16:50
দ্য ওয়াল ব্যুরো: নতুন ছবি ‘দেবা’ নিয়ে শাহিদ Shahid Kapoor কাপুর ভীষণ ব্যস্ত। জোরকদমে চলছে ছবির প্রমোশন। একেবারে মারকাটারি লুকে ধরা দিয়েছেন শাহিদ Shahid Kapoor । কখনও বন্দুক, কখনও পেশীর জোরেই খায়েল হচ্ছে শত্রুরা। দেবাকে দেখে সন্ত্রস্ত হয়ে থাকছে প্রতিপক্ষ। এমনই সব টুকরো ছবি ধরা পড়েছে ট্রেলরে। সিনেমাতে যতই শাহিদ Shahid Kapoor কে দেখাক না ভীষণ সাহসী, অভিনয় শেখার সময়গুলোতে শাহিদ Shahid Kapoor ছিলেন ভীষণ ভীতু। আজ এতগুলো বছর পরে সে কথা নিজ মুখে স্বীকারও করে নিলেন অভিনেতা।
কাকে দেখে কালঘাম ছুটত আজকের দাপুটে ‘কবির সিং’য়ের? তিনিও একজন অভিনেতাই!
সম্প্রতি পুরনো সে সব দিনের অভিজ্ঞতা বলতে গিয়ে শাহিদ Shahid Kapoor কাপুর তুললেন অভিনেতা রণদীপ Randeep Hooda, Randeep Hooda actor হুদার প্রসঙ্গ। ন্যাশনাল স্কুল অফ ড্রামায়, পড়াকালীন নাসিরুদ্দিন শাহের সঙ্গে ওয়ার্কশপ করছিলেন শাহিদ Shahid Kapoor । সেই সময়ে সাক্ষাৎ হয় রণদীপের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, শাহিদ Shahid Kapoor বলেন, ‘রণদীপ Randeep Hooda, Randeep Hooda actor হুডাও সেখানে ছিল। আমি কীভাবে ভুলব? আমি যখন এনএসডি-তে গিয়েছিলাম, তখন থেকেই ওকে আমি চিনি। আমরা কখনও একসঙ্গে কাজ করিনি। আমরা আসলে নাসিরজির সঙ্গে বহু অভিনয়ের কর্মশালায় একসঙ্গে অংশ নিয়েছি। ও, আমার থেকে অনেক সিনিয়র ছিলেন, এবং আমি ওঁকে খুব ভয় পেতাম।’
‘কবির সিং’ জানান যে রণদীপ Randeep Hooda, Randeep Hooda actor, ওয়ার্কশপে সিনিয়র হওয়ার দরুণ, তাঁর ভাবমূর্তি খানিক ইনটেন্স ছিল, এবং সে কারণে তাঁকে এড়িয়েই চলতেন শাহিদ Shahid Kapoor , বেশ কিছুটা সময় রণদীপ Randeep Hooda, Randeep Hooda actorকে ভয় পেতেন শাহিদ Shahid Kapoor । তবে, এখন অনেকটা সময় কেটে গিয়েছে। তাদের সম্পর্ক দৃঢ় হয়েছে। বন্ধুত্ব গাঢ় হয়েছে।
View this post on Instagram
শুধু তাই নয়, নতুন ছবি ‘উস্তারা’-তে রণদীপ Randeep Hooda, Randeep Hooda actor হুডার সঙ্গে কাজও করছেন শাহিদ Shahid Kapoor কাপুর। প্রথমবার, বিশাল ভরদ্বাজের ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন দুই অভিনেতা। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত অ্যাকশন থ্রিলার সিনেমায় অভিনয় করেছেন নানা পাটেকর, বিক্রান্ত ম্যাসি এবং তৃপ্তি দিমরির মতো তাবড় অভিনেতারা। গত মাসে, নির্মাতারা বহুল প্রতীক্ষিত ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করে। পোস্টটিতে লেখা ছিল, ‘#সাজিদনাদিয়াদওয়ালা বিশাল ভরদ্বাজের একটি ছবি নিয়ে আসতে চলেছে। সিনেমার যাত্রা শুরু হবে ৬ জানুয়ারী ২০২৫। ছবিটি মুক্তি পাবে ৫ ডিসেম্বর ২০২৫।’
View this post on Instagram
‘উস্তারা’য় শাহিদ Shahid Kapoor
শাহিদ Shahid Kapoor ইনস্টাগ্রামে তাঁর অভিনীত চরিত্রের প্রস্তুতির বেশ কিছু ঝলক শেয়ার করেছেন। ওয়ার্কআউটের পরে তোলা এক সেলফিতে, তিনি একটি মোনোক্রোম ছবি শেয়ার করেছেন, যার ক্যাপশনে লেখা আছে, “প্রস্তুতির সময়... নতুন বছর, নতুন জিনিস... পরবর্তী চরিত্র, পরবর্তী ছবি আমি এমন কী করতে পারি যা আগে করিনি... আমি হারিয়ে গেছি জঙ্গলে... কিন্তু যদি তুমি হারিয়ে যেতে প্রস্তুত না থাকো তাহলে তুমি অনন্য হতে পারবে না...” তার পোস্টগুলি ‘উস্তারা’য় তার চরিত্রের ইনটেন্সিটি ইঙ্গিত দেয়, যেখানে তিনি নয়ের দশকের একজন ভিলেন চরিত্রে অভিনয় করতে চলেছেন।
‘উস্তারা‘: মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড
বলা হয়, উস্তারা ছবিটি স্বাধীনতা-পরবর্তী আন্ডারওয়ার্ল্ডের ঘটনার উপর আলোকপাত করবে। দাপুটে সব অভিনেতা এবং রোমাঞ্চকর গল্প, ছবিটি অ্যাকশন, ড্রামা এবং ইতিহাসের মিশেল।