শেষ আপডেট: 5th February 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: শাহিদ কাপুর বলিউডের এমন এক অভিনেতা, যিনি নানা ঘরানার ছবিতে নিজেকে সফলভাবে মেলে ধরেছেন। ‘ইশক ভিশক’ দিয়ে রোম্যান্টিক হিরো হিসেবে যাত্রা শুরু করলেও ‘উড়তা পাঞ্জাব’-এর পাঞ্জাবি রকস্টার কিংবা ‘কবীর সিং’-এর জেদি প্রেমিকের চরিত্রে তিনি নিজেকে একাধিকবার প্রমাণ করেছেন। তবে শাহিদের অন্যতম আইকনিক চরিত্র নিঃসন্দেহে ‘জব উই মেট’-এর আদিত্য কাশ্যপ।
ইমতিয়াজ আলির এই রোমান্টিক কমেডিতে তাঁর শান্ত, দায়িত্বশীল এবং আদর্শবান চরিত্র আজও দর্শকদের মনে গেঁথে আছে। কিন্তু বাস্তব জীবনে শাহিদ আদৌ আদিত্যের মতো কি? স্ত্রী মীরা রাজপুতের দাবি, মোটেও নন! সম্প্রতি ‘দেবা’ ছবির প্রচারে শাহিদ এক সাক্ষাৎকারে জানান, মীরার সবচেয়ে প্রিয় চরিত্র ‘জব উই মেট’-এর আদিত্য।
তবে মীরার মজার অভিযোগ, 'আমি ভেবেছিলাম তুমি আদিত্যর মতো, কিন্তু বাস্তবে তুমি ওর ৫ শতাংশও নও!' এই মন্তব্যের উত্তরে শাহিদও মজার ছলে বলেন, 'এটাই ভাল যে আমি ‘কবীর সিং’-এর মতো ৫ শতাংশও নই!' শুধু মীরাই নন, বহু দর্শকের কাছেই আদিত্য আদর্শ প্রেমিকের প্রতিচ্ছবি। তবে শাহিদের মতে, বাস্তবে আদিত্য-গীতের সম্পর্ক টিকত না!
এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'গীত তো বলত, সে নিজেকেই সবচেয়ে ভালবাসে। এমন মানুষের সঙ্গে কি কেউ আজীবন থাকতে পারে?' তাঁর এই মন্তব্যে ভক্তরা খানিকটা হতাশ হলেও শাহিদের বক্তব্য, বাস্তব জীবনের সম্পর্ক আর সিনেমার রূপকথার প্রেম এক নয়!