শেষ আপডেট: 17th June 2023 13:40
দ্য ওয়াল ব্যুরো: চকোলেট বয় ইমেজ ঝেড়ে ফেলে অনেক কষ্টে বলিউডের ‘ব্যাড বয়’ তকমা পেয়েছেন শাহিদ কাপুর। ‘ইশক ভিশক’, ‘জব উই মেট’-এর মিষ্টি হিরো হয়ে উঠেছেন ‘কামিনে’, ‘কবীর সিং’-এর এংগ্রি ইয়ং ম্যান। তবে এবার ফের নিজের ইমেজ বদলাতে চলেছেন অভিনেতা। বরাবরই আন্ডাররেটেড বলিউডের এই অভিনেতা আবার হয়তো পুরনো তকমা ফেরাতে চাইছেন। আর সেই স্বপ্ন পূরণে ফের তিনি হাত ধরতে চলেছেন ইমতিয়াজ আলির। বলিউডের অন্দরে ঠিক এমনই খবর ভাসছে। আর শাহিদের সাম্প্রতিক একটি টুইট সেই জল্পনার পালে আরও হাওয়া লাগিয়েছে।
এবছরের শুরুতেই ‘ফার্জি’ সিরিজের মাধ্যমে ওটিটিতে ডেবিউ করেছিলেন শাহিদ। আবার কিছুদিন আগেই জিও সিনেমায় মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘ব্লাডি ড্যাডি’। দু’টোতেই তাঁকে ধূসর চরিত্রে দেখা গিয়েছে। সূত্রের খবর, আর এধরনের কাজ করতে চাইছেন না তিনি। পরপর রাফ অ্যান্ড টাফ চরিত্রে অভিনয় করতে করতে তা একঘেয়ে লাগছে অভিনেতার। তাই এবার তিনি ‘জব উই মেট’-এর সিক্যুয়েল করতে চাইছেন। আর সেইজন্য বেশ কয়েকবার ইমতিয়াজ আলির সঙ্গে দেখাও করে ফেলেছেন। এই তথ্য ফাঁস করেছেন এক টুইটার ইউজার।
শাহিদকে মেনশন করে ওই ব্যক্তি লেখেন, ‘আপনাকে নাকি বিগত কয়েকদিনে বেশ কয়েকবার ইমতিয়াজ আলির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে? খবরটা কি সত্যি?’ জবাবে শাহিদ বেশি কিছু না বলে শুধু দু’টো শব্দে উত্তর দেন। লেখেন, ‘বুদ্ধিমান ছেলে’। ব্যস! এতেই যেন অর্ধেক জল্পনা সত্যি হয়ে যায়। ‘জব উই মেট’-এর আদিত্য কাশ্যপকে আবার সিনেমায় দেখার অপেক্ষায় ইতিমধ্যে দিন গোনা শুরু করেছেন ভক্তরা। এখন দেখার, নিজের রাগী ইমেজ ঝেড়ে আবার কবে মিষ্টি চরিত্রে বড়পর্দায় হাজির হবেন শাহিদ!