শেষ আপডেট: 18th May 2023 14:38
দ্য ওয়াল ব্যুরো: মিষ্টি মুখের এই নায়িকাকে দেখলে কোনও সেলেব্রিটি নয়, মনে হতো পাশের বাড়ির মেয়ে। সিনেমার পর্দায় তাঁর দুষ্টু-মিষ্টি ভাবমূর্তি যেন আরও তাড়াতাড়ি সাধারণ দর্শকের মনে জায়গা করে দিয়েছিল। কাজ করেছেন অজয় দেবগণ, শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মতো সুপারস্টারদের সঙ্গে। তারপরেও বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর বড় পরিচয়, তিনি শাহিদ কাপুরের নায়িকা (Shahid Kapoor Actress)। অভিনেত্রীর নাম অমৃতা রাও। করিনার পাশাপাশি তাঁর সঙ্গে জুটি বেঁধেই একের পর এক হিট, সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন শাহিদ (Shahid Kapoor)। 'বিবাহ' তাঁর অন্যতম বড় উদাহরণ। এই সিনেমা (Vivah Movie) যেমন রাতারাতি জনপ্রিয় করে তুলেছিল শাহিদ-অমৃতা জুটিকে, তেমনই পাল্টে দিয়েছিল তাঁদের জীবন।
সম্প্রতি সেই গল্প প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী নিজেই। অমৃতা বলেছেন, "শাহিদের সঙ্গে 'বিবাহ' মুক্তি পাওয়ার পর আমরা যেন রাতারাতি তারকা হয়ে গেলাম। চারিদিক থেকে শুভেচ্ছার বন্যা আসতে লাগল। তবে সবথেকে বিপদে বোধহয় আমিই পড়েছিলাম। সিনেমা মুক্তির পর সবাই আমার মধ্যে একটা যৌথ পরিবারের আদর্শ বধূকে খুঁজে পেয়েছিল। আর তারপর একের পর এক বিয়ের প্রস্তাব আসতে শুরু করল আমার বাড়িতে।"
এখানেই শেষ নয়। অমৃতা জানান, "শুধু ভারত নয়, বিদেশ থেকেও আমায় বিয়ে করার প্রস্তাব পাঠানো হয়েছিল। সেইসময় তো স্মার্টফোন ছিল না। কানাডা, আমেরিকা থেকে ছেলেরা চিঠিও পাঠাত। কেউ নিজের মায়ের সঙ্গে, কেউ বাড়ির সামনে দাঁড়িয়ে, কেউ আবার গাড়ির সামনে ছবি তুলে আমায় পাঠাত। ভাবত, সিনেমার মতো বাস্তবেও আমি হয়তো বিয়ের জন্য তখনই রাজি হয়ে যাব। এই নিয়ে তখন আমরা সবাই খুব হাসাহাসি করতাম। তবে এটা যে আমার প্রতি দর্শকদের ভালবাসা ছিল, সেটাও বুঝেছিলাম।"
২০০৬ সালে মুক্তি পাওয়া সুরজ বরজাতিয়া পরিচালিত 'বিবাহ' ছিল আদ্যন্ত পারিবারিক ছবি। উল্লেখ্য, রাজশ্রী প্রোডাকশন বরাবরই এধরনের ছবিই বানায়। 'বিবাহ'ও তার ব্যতিক্রম ছিল না। ছবিতে শাহিদ কাপুর, অমৃতা রাও ছাড়াও অনুপম খের, অলোক নাথের মতো অভিনেতারা ছিলেন। সিনেমার গল্পের পাশাপাশি গানগুলিও ছিল সেইসময়ের চার্টবার্স্টার। রবীন্দ্র জৈনের সুরে প্রত্যেকটি গান আজও বিয়েবাড়ির প্লে লিস্টে থাকবেই। জানা যায়, ছবিটির লাইফটাইম কালেকশন ১০০ কোটির গণ্ডি ছুঁয়েছিল।
২০০ কোটির দুয়ারে 'দ্য কেরালা স্টোরি', পিছনে ফেলল রণবীর-আলিয়াকে