Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'আমার যোনি, আমার সন্তান, যা খুশি বলব', ‘ন্যাচারাল বার্থ’ নিয়ে ট্রোলিংয়ের জবাব রিচারবিরাট কোহলির ঘাড়ে দোষ চাপিয়ে দায় ঝেড়ে ফেলতে চায় কংগ্রেস সরকার, তোপ বিজেপিরহরভজনের রেকর্ড ভাঙলেন মাহেদি হাসান, শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়ে সিরিজ বাংলাদেশেরএয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর! ১৭ হাজারের এআই সাবস্ক্রিপশন ফ্রি-তে দিচ্ছে সংস্থাকানন দেবীর মরদেহর সামনে দাঁড়িয়ে তরুণ মজুমদার বলেছিলেন 'আজ বাংলা ছবি মাতৃহারা হল'সমুদ্রের ধারে নিকের কোলে উঠে জাপটে ধরে চুমু খাচ্ছেন প্রিয়াঙ্কা, ভাইরাল সেই রোম্যান্টিক ভিডিওআন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় গেমসে ভারতের সর্বোচ্চ প্রতিনিধি দল পাঠাচ্ছে ওড়িশার 'কিট'Air India Crash: ফুয়েল সুইচ বন্ধ হওয়ার পরও 'শান্ত' ছিলেন এক পাইলট! নয়া রিপোর্টে হইচইকৈলাস বিজয়বর্গীয়র শহরই দেশের সবচেয়ে স্বচ্ছ শহর, একটানা ৮ বার জিতল পুরস্কারদুর্যোগপূর্ণ আবহাওয়ায় লাদাখের পোলোগংঙ্কা শৃঙ্গ জয় অধরা উত্তরবঙ্গের অভিযাত্রী দলের
Shah Rukh Khan

শাহরুখের রেকর্ড লক্ষ্মীলাভ! প্রথম বলিউড হিরো হিসাবে নতুন মাইলফলক গড়লেন কিং খান

২০২৩ সালে শাহরুখের রাজকীয় প্রত্যাবর্তন জায়গা করে নিয়েছে বলিউডের ইতিহাসে।

শাহরুখের রেকর্ড লক্ষ্মীলাভ! প্রথম বলিউড হিরো হিসাবে নতুন মাইলফলক গড়লেন কিং খান

শেষ আপডেট: 29 December 2023 15:40

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ তে শেষ ছবি ‘জিরো’ একেবারেই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। বক্স অফিসেও মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। এরপর দীর্ঘ চার বছরের বিরতি। এবং তারপর ২০২৩ সালে ফিরে এসে পরপর দুটি ব্লকবাস্টার এবং একটি সুপারহিট ছবি দিয়ে ফের নিজের হারানো সিংহাসন ছিনিয়ে নিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সঙ্গে গড়লেন নতুন রেকর্ডও। তিনটি ছবি মিলিয়ে এক বছরে ২৫০০ কোটি টাকার ব্যবসা দিলেন অভিনেতাবলিউডি হিরো হিসাবে এই প্রথমবার কোনও অভিনেতা এই মাইলফলক গড়লেন।

চলতি বছর জানুয়ারিতে পাঠান-এর হাত ধরে বলিউডে শুরু হয় শাহরুখ-রাজ। মুক্তির প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। অ্যাকশন অবতারে শাহরুখকে দেখে চমকে গিয়েছিলেন দর্শকরা। বিশ্বজুড়ে ছবিটির মোট আয় হয়েছিল ১০৫০ কোটি টাকারও বেশিএখানেই শেষ নয়। এরপর সেপ্টেম্বরে মুক্তি পায় বহু প্রতীক্ষিত জওয়ানদক্ষিণী পরিচালক অ্যাটলির প্রথম হিন্দি কাজ, সঙ্গে আবার শাহরুখ! সিনেমাহলে দর্শক টানার জন্য যেন এটুকুই যথেষ্ট ছিল। এর পাশাপাশি ‘জওয়ান’ চমক দিয়েছিল গল্পেও।

ছবিটি শুধুমাত্র অন্যান্য বলিউডি মশালা ছবির মতো সাধারণ ছিল না। গল্পের মধ্যে প্রছন্নভাবে রাজনৈতিক বার্তাও ছিলবর্তমান সময়ের বিভিন্ন সত্যি ঘটনা (কৃষক আত্মহত্যা, চিকিৎসার দুরাবস্থা) গল্পের মধ্যে জুড়ে দিয়েছিলেন অ্যাটলি। বিশ্বজুড়ে এই ছবির মোট আয় ছিল ১১৪৬ কোটি টাকাবশেষে ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ডানকি’। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, এখনও অবধি ছবিটি বিশ্বজুড়ে ৩২৩.৭৭ কোটি টাকার ব্যবসা করেছেসবগুলির ব্যবসা যোগ করলে দেখা যাবে, এবছর শাহরুএকাই ২৫০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছেন


ভিডিও স্টোরি