শেষ আপডেট: 2nd November 2024 12:25
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি শেষ। তবু মুম্বইয়ে চলছে আজ 'কিং খান উৎসব'। শহরের সবচেয়ে বিশেষ মানুষটির জন্মদিন। ২ নভেম্বর ৫৯ বছরে পা দিলেন শাহরুখ খান। তাই আরবসাগর পারে আজ খুশির আমেজ। জন্মদিনের আগের রাত থেকেই লাখ লাখ মানুষের ভিড় জমেছে মন্নতের সামনে। রাজকীয়ভাবে সাজানো হয়েছে কিং খানের স্বপ্নের 'মন্নত'।
সম্প্রতি সপরিবারে দুবাইয়ে গিয়েছিলেন শাহরুখ। পুত্র আরিয়ান খানের পোশাক ব্র্যান্ডের প্রচার অনুষ্ঠানের পাশাপাশি শাহরুখের জন্মদিনও পালন করা হয়েছে সেখানে। পরমিন্দর সিংহনামে দুবাইয়ের এক গয়নার দোকানের কর্মী তাঁর দোকানের সিসিটিভি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার।
মাথায় টুপি দিয়ে ঘুরছিলেন। কিন্তু তাঁকে ঠিক চিনে ফেলেন সেই দোকানের এক কর্মী। তাঁকে দেখে নমস্কারও জানান। শাহরুখও তাঁকে দেখে ঘাড় নাড়েন। গোপন ক্যামেরার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গয়নার দোকানে হাঁটাচলা করছেন গৌরী। তাঁর পিছন পিছন হাঁটছেন শাহরুখ। এক সেলসম্যান বলিউড বাদশাকে দেখে একগাল মনোমুগ্ধকর হাসি দিলেন। বোঝাতে চাইলেন অভিনেতার বড় ভক্ত তিনি। দোকানের মধ্যে ভক্তকে দেখে খুশি হন শাহরুখও। একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানান তারকা এবং ভক্ত।
View this post on Instagram
ভিডিওয় দেখা যাচ্ছে, শাহরুখকে দেখে বুকে হাত রেখে মাথা নামিয়ে অভিবাদন জানালেন তিনি। পরমিন্দরের দিকে তাকিয়ে এগিয়ে গেলেন শাহরুখ। এক কথায় কিং খান সেই ভালবাসাকে উপেক্ষা করেননি। কয়েক সেকেন্ডের জন্য তিনি থমকে দাঁড়ান। তারপর সেই অভিবাদন গ্রহণ করেন।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে পরমিন্দর লেখেন, ‘দুবাইতে শাহরুখ খানের সঙ্গে বিশেষ একটা মুহূর্ত….’। এরপর শাহরুখের ফেমাস ডায়লগ জুড়ে দেন তিনি। লেখেন, ‘দিল তো সবকে পাস হোতা হ্যায়, লেকিন দিলওয়ালে সব নেহি হোতে…’।