বলিউডের 'বাদশা' হয়ে ওঠার অনেক আগে, দিল্লি থেকে কলকাতার ট্রেনে বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন এক তরুণ শাহরুখ খান।
শেষ আপডেট: 21 May 2025 00:31
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'বাদশা' হয়ে ওঠার অনেক আগে, দিল্লি থেকে কলকাতার ট্রেনে বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন এক তরুণ শাহরুখ খান। সেই দিনগুলোর স্মৃতি ফের সামনে এল ৩৫ বছর পর। অভিনেতা ও শাহরুখের বন্ধু অমর তালওয়ার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন কিছু দুর্লভ সাদা-কালো ছবি, যা নস্টালজিয়ায় ভরিয়ে দিল অনুরাগীদের।
এই ছবিগুলোতে শাহরুখকে দেখা যাচ্ছে তাঁর থিয়েটারের বন্ধুদের সঙ্গে— কারও সঙ্গে হাসছেন, কারও সঙ্গে পোজ দিচ্ছেন। একদম অনানুষ্ঠানিক, খোলা মনের এক শাহরুখ, যিনি তখনও বলিউডে পা রাখেননি। ছবির ক্যাপশনে তালওয়ার লেখেন, “৩৫ বছর আগের সেই ট্রেন যাত্রার আরও কিছু ছবি... দিল্লি থেকে কলকাতা... দিব্যা, দীপিকা, শাহরুখ, সঞ্জয়, দীপক, ঋতুরাজ, বেনি, মোহিত, আর আমি ক্যামেরার পেছনে... ব্যারি কোথায় ছিল কে জানে!”
ছবিগুলো দেখে শাহরুখভক্তরা আপ্লুত। কেউ লেখেন, “এই দারুণ ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ, স্যার।” কেউ আবার বলেন, “ওহ মাই গড, ও কতটা তরুণ! কেমন যাত্রাপথ ছিল ওর!” এক জন তো লিখেছেন, “এখান থেকে শীর্ষে... অসাধারণ সফর!”
অমর তালওয়ার শাহরুখ খানের সঙ্গে কাজ করেছিলেন 'কভি খুশি কভি গম' ছবিতে। এদিকে খুব শিগগিরই শুরু হচ্ছে শাহরুখ খানের পরবর্তী ছবি 'কিং'-এর শুটিং। ছবিতে রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন, অভয় ভার্মা ও আরশাদ ওয়ারসি।