শেষ আপডেট: 8th February 2023 13:29
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে নতুন মাইলফলক গড়ার দিকে এগিয়ে চলেছে 'পাঠান' (Pathaan)। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত যশ রাজ ফিল্মসের এই স্পাই থ্রিলার ইতিমধ্যে ভেঙে দিয়েছে আমির খানের 'দঙ্গল'-এর রেকর্ড। বলিউডের (Bollywood) সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্র হিসাবে ইতিমধ্যেই তালিকার প্রথমে নিজের নাম লিখিয়ে ফেলেছে ছবিটি।
জানা গেছে, মুক্তির ১২তম দিনে 'পাঠান' বিশ্বজুড়ে ৮০০ কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে। এমনটাই জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা। সম্প্রতি এক বিবৃতিতে ছবির প্রযোজনা সংস্থার তরফে বলা হয়, "পাঠান তার ১২তম দিনে ভারতে ২৮ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে। সবমিলিয়ে মুক্তির পর দ্বিতীয় রবিবারে ভারতে 'পাঠান' উপার্জন করেছে ৫০০ কোটি টাকা এবং বিশ্বজুড়ে তার আয় ৮০০ কোটি টাকা।
এরপরই 'কেজিএফ ২'-এর উপার্জন টপকে ভারতে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'পাঠান'। এখন শুধু সামনে থাকল 'বাহুবলি ২'। সিনেমা বিশেষজ্ঞদের মতে, আরও কয়েকদিন প্রেক্ষাগৃহে 'পাঠান'-এর দৌড় বজায় থাকবে। তাতে প্রভাসের ছবিকে টপকে প্রথম স্থানে শাহরুখের উঠে আসা শুধু সময়ের অপেক্ষা।
যশ রাজ ফিল্মসের স্বপ্নের স্পাই ইউনিভার্সের তৃতীয়জন হলেন সিদ্ধার্থ আনন্দের পাঠান। ২০১৮ সালে 'জিরো' মুক্তির চারবছর পর 'পাঠান' দিয়েই স্বপ্নের প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান। এই ছবিতে কিং খানকে একজন 'র' এজেন্টের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।
‘পাঠান’-এর বক্স অফিস কালেকশন ভুয়ো? টুইটারে হিসাব দিয়ে নিন্দুককে চুপ করালেন শাহরুখ