শেষ আপডেট: 21 December 2023 11:48
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি ‘ডানকি’। রাজকুমার হিরানির এই ছবিতে প্রধান ভূমিকায় শাহরুখ থাকলেও পার্শ্বচরিত্রে থাকা অভিনেতারাও কোনও অংশে কম যাননি। তাপসী পান্নু, ভিকি কৌশল তো বটেই, অন্যান্য চরিত্রে বোমান ইরানি, বিক্রম কোচার, অনিল গ্রোভারের মতো অভিনেতারা। বিশেষ করে কমেডির দৃশ্যে এই তিন অভিনেতা একেবারে চমকে দিয়েছেন।
ট্রেলারে তো বটেই, সিনেমাহলে এই অভিনেতাদের মধ্যেই একজনকে দেখে দর্শক তাজ্জব বনে গিয়েছেন। তাঁরা বারবার একটাই কথা ভাবছেন, দুজনের মধ্যে কী সম্পর্ক? কীভাবে তাঁদের এত মিল? দেখতে তো বটেই, কথাবার্তা, চালচলন—সবেতেই তাঁরা যেন একেবারে ‘জুড়ুয়া’। হবে নাই বা কেন! তাঁরা তো দাদা-ভাই। তাও আবার একই মায়ের পেটের। এই ভাইয়ের নাম অনিল গ্রোভার, এবং দাদা সুনীল গ্রোভার।
ভাই সদ্য শাহরুখের সঙ্গে কাজ করলেন রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’-তে। অন্যদিকে, দাদা সুনীল গ্রোভারকেও এবছরই ‘জওয়ান’-এ অভিনয় করতে দেখা গিয়েছে। শুধু ‘জওয়ান’ নয়, এর আগে ‘ম্যায় হু না’ ছবিতেও সুনীল গ্রোভারকে ছোট্ট একটি রোলে দেখা গিয়েছিল। তবে চলতি বছর দাদা আর ভাই দু’জনেই শাহরুখের সঙ্গে অভিনয় করে ফেললেন, দু’টো আলাদা ছবিতে। এই বা কম কী!
রাজকুমার হিরানির ‘ডানকি’-তে শাহরুখের পাশাপাশি এই পার্শ্ব-অভিনেতারাও সিনেমার গল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। এই ছবি একেবারেই শাহরুখ-নির্ভর নয়। হাসি-কান্না, আবেগের মিশেলে বানানো রাজকুমার হিরানির এই রোলার কোস্টার রাইড সিনেমাহলে বসে বেশ উপভোগ করছেন দর্শকরা। সিনেমা সমালোচকদের মতে, শুরু থেকে ধীরে ধীরে খেলা শুরু করলেও ‘ডানকি’ লম্বা দৌড়ের ঘোড়া হবে।