শেষ আপডেট: 10th July 2023 07:16
দ্য ওয়াল ব্যুরো: 'পাঠান' মুক্তির পর থেকেই শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। কবে মুক্তি পাবে ছবি, সেই প্রশ্ন ঘুরছিল সব মহলেই। তার ওপর বিভিন্ন সময়ে সিনেমাটি নিয়ে নানা রটনা এই অপেক্ষাকে আরও বাড়িয়ে তুলেছিল। অবশেষে সোমবার সকালে প্রকাশিত হল 'জওয়ান' ছবির আনুষ্ঠানিক প্রথম ঝলক।
এতদিন পোস্টারে শাহরুখ খানের যে ব্যান্ডেজ করা মুখের ছবি দেখা যাচ্ছিল সেই লুকের আড়ালে বাদশার চেহারা দেখতে মুখিয়ে ছিলেন সকলে। এই প্রিভিউয়ে যেন সেই অপেক্ষারই অবসান হল।
এই দৃশ্য যে প্রেক্ষাগৃহে ঝড় তুলবেই তা এখনই হলফ করে বলা যায়।
এখানেই শেষ নয়। এই প্রিভিউয়ে শাহরুখের মুখে শোনা গেছে আরও একটি গরমাগরম সংলাপ। অভিনেতা বলছেন, "যখন আমি ভিলেন হই, তখন কোনও হিরো আমার সামনে দাঁড়াতে পারে না।" শাহরুখ ছাড়াও দেখা মিলেছে বিজয় সেতুপতি, নয়নতারা এবং সানিয়া মালহোত্রার। একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকেও। টানটান অ্যাকশনে ভরা ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে চলতি বছরের ৭ সেপ্টেম্বর।
দেখুন সেই প্রিভিউ
প্রসঙ্গত, ছবির শ্যুটিংয়ের সময়েই এর কিছু দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছিল নেটমাধ্যমে। তা নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ছবির নির্মাতারা। এদিকে ছবির কাজ বাকি থাকায় পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখও। জানানো হয়, ছবির কিছু শ্যুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থেকে গিয়েছে। সেই কারণেই ছবি মুক্তির তারিখ ২ জুন থেকে পিছিয়ে ৭ সেপ্টেম্বর করা হচ্ছে।
টোটার আসল নামটাই হারিয়ে গেছে, সেই রোম্যান্টিক নামে তাঁকে ডাকতেন কেবল সৌমিত্র