শেষ আপডেট: 2nd November 2024 17:56
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে মন্নতের সামনে জনজোয়ার। লাখ লাখ মানুষ দাঁড়িয়ে রয়েছেন কিং খানকে দেখবেন বলে। কেউ গাইছেন গান, কেউ আবার দাঁড়িয়ে রয়েছেন সিগনেচার পোজে। দূরদূরান্ত থেকে এসেছেন ভক্তরা। কেউ আবার গাইছেন 'চাঁদ তারে তোর লায়ুঁ'। কারও মুখে শোনা যাচ্ছে 'কেহতে হ্যায় আগর কিসি চিজ কো দিল সে চাহো...'। অপেক্ষা একটাই। শাহরুখ খান মন্নতের উঁচু খোলা বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দেখা দেবেন।
প্রথমে তার বাড়িতে সেলিব্রেশন হয়। তারপরেই মধ্য রাতে বেরিয়ে আসেন তিনি। জন্মদিনের দিন গড়িয়ে বিকেল হতে চলল, এখনও দেখা দিলেন না ভক্তদের। তাকে একঝলক দেখার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ ভক্তরা। এই দিনে পৃথিবীর যেই প্রান্তেই তার কাজ থাকুক না কেন, ভক্তদের জন্য মন্নতের বারান্দায় তাঁকে আসতেই হবে। সেই মুহূর্তের অপেক্ষায় থাকে গোটা মুম্বই।
বারান্দায় এসে দু’হাত মেলে দূর থেকেই তাদের জড়িয়ে ধরার আবদার করেন ভক্তরা। কিন্তু এবছর এখনও পর্যন্ত তাকে দেখা যায়নি। তবে ভক্তরা জানে সময়মতো তিনি আসবেন। এই বিশ্বাসেই মন্নতের বাইরে চলছে জন্মদিন উদযাপন। ভক্তদের বিশ্বাস তিনি আসবেন এবং আবারও জয় করবেন সেই হৃদয়গুলি, যা তিনি জিতে এসেছেন এতগুলি বছর ধরে।
একদিন আগের থেকেই ভিড় জমা শুরু হয়ে গিয়েছিল বাদশার দরবারের সামনে। পরিস্থিতি সামাল দিতে মন্নতের বাইরে মোতায়েন হয়েছে প্রচুর পুলিস। চলছে হুল্লোড়। ভিড় জমলেও ফ্যানেদের এখনও দেখা দেননি 'কিং খান' ।
সূত্রের খবর, শাহরুখ তাঁর স্ত্রী গৌরী ও কন্যা সুহানাকে নিয়ে রানি মুখোপাধ্যায়ের দিওয়ালি পার্টিতে চলে গিয়েছেন। সেখান থেকে ফিরে এসে ভক্তদের দেখা দেবেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। নেটিজেনদের মতে, সম্প্রতি সলমানের বাড়ির বাইরে গুলি ও বাবা সিদ্দিকির হত্যার ঘটনাকে কেন্দ্র করে যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে তার দিকে নজর রেখেই শাহরুখ হয়ত ঝুঁকি নিতে রাজি হননি। এখনও দিন শেষ হয়নি। ফলে আশাহত না হয়ে মন্নতের বাইরে তাঁর অপেক্ষা করছেন লক্ষ লক্ষ ভক্ত।