Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
রাত হতে ফের তেহরানে মিসাইল! এপর্যন্ত মৃত ২২৪, তালিকায় রয়েছেন গোয়েন্দা প্রধান কাজেমিCensus 2027: সোমে শুরু জাতীয় জনগণনার প্রক্রিয়া! প্রস্তুতি খতিয়ে দেখলেন অমিত শাহদাউদাউ করে জ্বলল খিদিরপুর বাজার, মুহূর্তেই ভস্মীভূত ৪০০-রও বেশি দোকানSSC: বড় আন্দোলনের ইঙ্গিত! সোমবার বিধানসভা অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশেরশহরের বয়স্কদের জন্য কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ, সচেতনতা ও মনোবল বাড়াতে পাশে এসএসকেএম-ওগ্রীষ্মকালীন রক্তসঙ্কট মেটাতে বাংলার সবচেয়ে বড় রক্তদান শিবির বর্ধমানেঅনশনমঞ্চে অসুস্থ আরও চার চাকরিহারা শিক্ষক, দ্রুত নিয়ে যাওয়া হল আরজি কর হাসপাতালেবাপি না থাকলেও, 'মহাসিন্ধুর ওপার থেকে' আজও আগলে রেখেছেন আমায়: পৌলমী চট্টোপাধ্যায় বসু মা হতে অক্ষম, শারীরিক সম্পর্কেও অপারগ জানতে পেরেই মধুবালাকে ত্যাগ কিশোরের! যে পরিবর্তন পরিপূর্ণতা দিয়েছে তা ঢেকে লজ্জা পাওয়ার কারণ আমার কাছে নেই: অহনা
Shah Rukh Khan

'স্কুল জীবন থেকেই সুপারস্টার শাহরুখ, খেলাধুলা থেকে নাটক, সবেতেই', স্মৃতি রোমন্থন বন্ধু রাহুলের

খেলাধুলা, পড়াশোনা, নাটক— সবেতেই দুর্দান্ত ছিলেন শাহরুখ খান। স্কুলজীবনের স্মৃতি শেয়ার করলেন তাঁর পুরনো বন্ধু রাহুল দেব।

'স্কুল জীবন থেকেই সুপারস্টার শাহরুখ, খেলাধুলা থেকে নাটক, সবেতেই', স্মৃতি রোমন্থন বন্ধু রাহুলের

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 16 May 2025 19:50

দ্য ওয়াল ব্যুরো: আজ তিনি বলিউডের বাদশা, বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতা। কিন্তু সুপারস্টার হওয়ার অনেক আগে শাহরুখ খান ছিলেন দিল্লির সেন্ট কলম্বাস স্কুলের এক প্রতিভাবান ছাত্র। সেই সময়েই তিনি ছিলেন বন্ধুদের মধ্যে আলাদা, নজরকাড়া এক তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের স্কুলজীবনের কথা তুলে ধরলেন তাঁর সহপাঠী তথা অভিনেতা রাহুল দেব।

এক সাক্ষাৎকারে রাহুল বলেন, “আমরা স্কুলে একসঙ্গে ক্রিকেট খেলতাম। প্র্যাকটিসে দেখা হতো, ম্যাচেও ও থাকত।” তিনি বলেন, “শাহরুখ সবকিছুতেই দুর্দান্ত ছিল। পড়াশোনায় খুব ভাল ছিল। স্কুলের প্রতিটা খেলাধুলার টিমে ও ছিল— ফুটবল, ক্রিকেট, হকি— এমনকী স্প্রিন্ট আর জিমন্যাস্টিক্সেও ওর জুড়ি ছিল না। সব দিক দিয়েই ও ছিল অসাধারণ। ঈশ্বর ওকে একাধিক প্রতিভা দিয়ে পাঠিয়েছিলেন।”

তবে শুধু পড়া বা খেলা নয়, মঞ্চেও সমান সাবলীল ছিলেন শাহরুখ। রাহুল বলেন, “স্কুলে কোনও নাটক হলে ও থাকত প্রধান চরিত্রে। সব অনুষ্ঠানেই শাহরুখ ছিল মুখ্য আকর্ষণ। তখন থেকেই মনে হতো, ও বুঝি জন্ম থেকেই অভিনেতা। তবে ও চাইলে অন্য কিছু— বিজ্ঞানী, খেলোয়াড়, যাই হতে পারত। ও ছিল ‘কমপ্লিট প্যাকেজ’।”

বর্তমানে রাহুল দেব অভিনয় করেছেন তামিল ছবি 'Good Bad Ugly'-তে। অন্যদিকে, শাহরুখ খান এখন ব্যস্ত সিদ্দার্থ আনন্দ পরিচালিত 'King' ছবির শুটিংয়ে, যেখানে তাঁর মেয়ে সুহানা খানেরও বড় পর্দায় অভিষেক হচ্ছে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।


ভিডিও স্টোরি