যাঁদের আছে ভয়
শেষ আপডেট: 18th March 2025 18:29
দ্য ওয়াল ব্যুরো: আমরা সকলেই কিছু না কিছুকে ভয় পেয়ে থাকি। তবে, কিছু মানুষের ভয় এতটাই বেড়ে যায় যে তা একেবারে ফোবিয়ায় পরিণত হয়।বলিউড অভিনেতা-অভিনেত্রীদেরও রয়েছে তেমন বেশ কিছু বিষয় নিয়ে ফোবিয়া। জেনে নেওয়া যাক বলিসেলেবদের তেমন কিছু ফোবিয়া।
সম্প্রতি তৃপ্তি দিমরি ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন যে তিনি তার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে চলেছেন। এই ছবিগুলি তোলা হয়েছিল যখন তিনি ‘কলা’ ছবিতে জলে ডোবার আগে নিজেকে প্রস্তুত করছিলেন। এই তৃপ্তিরই নয়, বহু অভিনেতার কোনও না কোনও কারণে ভয় পেয়ে থাকেন।
View this post on Instagram
বলিউডের ‘পু’ ওরফে করিনা কাপুর খানের বাইকের প্রতি ভয় আছে। একেবারে অগোছালো স্বভাবের জন্য পরিচিত এই অভিনেত্রী স্বীকার করেছেন যে তিনি ছবিতে বাইকের দৃশ্য এড়িয়ে চলার চেষ্টা করেন এবং তিনি কক্ষণও বাইকের উপর বসেননি।
অন্ধকার অর্থাৎ এমন কিছু যা নিয়ে আমরা অজ্ঞাত। কালো। এই অন্ধকারকেই ভয় পান আলিয়া। রাতে ঘুমানোর সময়েও তিনি একটি ম্লান আলো ঘরে জ্বালিয়ে রাখেন। শোনা যায়, আলিয়ার বোন শৈশবকালে, তাঁকে একটি ঘরে আটকে রেখেছিলেন, যাঁর কারণেই অন্ধকারের ভয়, তাঁর জীবনে আরও জাঁকিয়ে বসে।
View this post on Instagram
দীপিকার মতো পরিণীতিরও ভয় সেই সাপ। কিন্তু শুধু সাপই নয়, সরীসৃপদের প্রতি অভিনেত্রীর তীব্র ভয় আছে, কোনও নির্দিষ্ট আওয়াজ কিংবা শব্দও তাঁকে অস্বস্তিতে ফেলে দেয়।
অনেকবার তিনি এ কথা বলেছেন। শাহরুখ ঘোড়ায় চড়তে ভয় পান। 'করণ-অর্জুন' ছবির শুটিংয়ের সময় তিনি ঘোড়া থেকে একবার পড়ে গিয়েছিলেন, আহতও হন। একইভাবে, 'অশোকা' ছবির সময়, শাহরুখও ঘোড়সওয়ারি করার সময় একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই কারণে, ছবিতে ঘোড়ার দৃশ্যে তিনি অভিনয় করেন না। শাহরুখের বডি ডবলকে ব্যবহার করা হয়ে থাকে।
View this post on Instagram
প্রকৃতিকে ভালবাসা এক ব্যাপার। কিন্তু এই প্রকৃতিতেই জন্ম নেওয়া একেবেঁকে চলা সাপ তাঁর কাছে বিভীষিকা। দীপিকার ফোবিয়া সাপ নিয়ে। যে সব ছবিতে সাপ দেখানো হবে, সে সব ছবি থেকে নিজেক দূরেই রাখেন দীপিকা।
View this post on Instagram
মিস্টার পারফেকশনিস্ট দুর্দান্ত অভিনেতা। কিন্তু তিনি যে বিষয়টিকে সবচেয়ে বেশি ভয় পান তা হল মৃত্যু। একই কারণে, তিনি 'দঙ্গল' ছবির শুটিং থেকে পাঁচ মাসের বিরতি নিয়েছিলেন। আমির এমনকি পরিচালক নীতেশ তিওয়ারিকে বলেছিলেন যে যদি তাঁর কিছু ঘটে, তা হলে তাঁর উচিত ছবিটির জন্য একজন নতুন অভিনেতাকে নেওয়া। এর জন্য, সুপারস্টার পরিচালককে তাঁর পরিবর্তে বেশ কিছু অভিনেতাদের নামও প্রস্তাব করেন।
View this post on Instagram
রণবীর কাপুর কোনও বড় জিনিসকে নয়, ভয় পান আরশোলা। আরশোলা দেখলেই রণবীর কাপুর সেখান থেকে পালান। রণবীর কাপুরই একমাত্র ব্যক্তি নন, যাঁর আরশোলায় ভয়, অনেকের মনেই এমন পোকামাকড়ের ভয় থাকে।