শেষ আপডেট: 19 December 2023 13:38
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘ডানকি’। তার আগে সোমবার ছবির নির্মাতাদের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে ছবির শ্যুটিংয়ের বিভিন্ন ঘটনা নিয়ে। যেখানে শাহরুখ খান ও ছবির অভিনেত্রী তাপসী পান্নুর মুখে শোনা গিয়েছে বিদেশের জেলে শ্যুটিংয়ের অভিজ্ঞতা।
‘ডানকি’র ট্রেলারে দেখা গিয়েছে চারজনকে বিদেশের এক জেলে ঢোকানো হচ্ছে। পরিচালক রাজকুমার হিরানি জানিয়েছেন, শ্যুটিংয়ের জন্য একদম সত্যিকারের জেল বেছে নেওয়া হয়েছিল। শাহরুখ ও তাপসী জানান, ভয়ঙ্কর সব আসামি থাকে লন্ডনের সেই জেলে। তারমধ্যেই শ্যুটিং করেছেন তাঁরা।
পরিচালক রাজকুমার হিরানি বলেন, “আগে যখন অনেক বিদেশি ছবি দেখতাম, তখন ভাবতাম ওখানে জেলগুলো আমাদের দেশের জেলের তুলনায় কত আলাদা। যদি কখনও সুযোগ পাই, তাহলে বিদেশি কোনও জেলে শ্যুটিং করব। অবশেষে আমার স্বপ্নপূরণ হল। ওই জেল এবং আসামিরা একদম সত্যি।”
এমনকী ওই আসামিদের জন্য বেশ কিছুক্ষণের জন্য শ্যুটিংও বন্ধ রাখতে হয়েছিল বলে জানান শাহরুখ। অভিনেতার কথায়, “ওই জেলে সব ভয়ঙ্কর আসামিরা বন্দি থাকে। মাঝেমধ্যে ওরা জানালা দিয়ে বাইরে উঁকি দিয়ে দেখত, চিৎকারও করত। মাঝে তো একবার শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল বন্দিদের জন্য।”
উল্লেখ্য, এবছর ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর ‘ডানকি’ দিয়ে হিটের হ্যাটট্রিক দিতে মরিয়া ‘কিং খান’। প্রথম দু’টো ছবি হাজার কোটির বেশি ব্যবসা করেছে। এবারও সেটারই অপেক্ষায় ভক্তরা। তবে ‘ডানকি’র পরদিনই মুক্তি পাবে প্রভাসের ‘সালার’। তাই ক্ল্যাশের জেরে ব্যবসায় প্রভাব পড়বে কিনা সময়ই বলবে।