শেষ আপডেট: 2nd November 2023 14:11
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার, ২ নভেম্বর ৫৮ বছরে পা দিলেন শাহরুখ খান। দেশজুড়ে তথা বিশ্বের কোণায় কোণায় অভিনেতার ভক্তরা তাঁর জন্মদিন পালন করেন নানারকমবে। কেউ শাহরুখের নাম করে কেক কাটেন, কেউ গরিব পথশিশুদের খাওয়ান, কেউ আবার চাঁদে অল্প করে জমি কেনেন। কিন্তু শাহরুখ নিজে কীভাবে জন্মদিন পালন করেন? বা ছোটবেলায় তাঁর জন্মদিন কীভাবে পালন হতো? কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে সেই গল্পই শুনিয়েছিলেন অভিনেতা।
শাহরুখের বাবা মীর তাজ মহম্মদ তরুণ বয়সে দেশের স্বাধীনতা সংগ্রামে নাম লিখিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর দিল্লিতে একটি ছোট্ট খাবারের দোকান চালাতেন তিনি। ছোট্ট শাহরুখের জন্মদিনে সেই দোকান থেকেই ভাল ভাল খাবার আসত। এমনিতে তেমন বড়সড় কোনও অনুষ্ঠান হতো না। আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারে যেমন ঘরোয়াভাবে জন্মদিন আয়োজন হয়, ঠিক তেমনটাই হতো শাহরুখের বাড়িতেও।
আর প্রতিটি জন্মদিনেই বাবার থেকে বিশেষ কিছু উপহার পেতেন শাহরুখ। কী সেই উপহার? অভিনেতা বলেছেন, "বাবা আমাকে প্রতিবছর জন্মদিনে তাঁর ব্যবহার করা পুরনো ক্যামেরা, টেপ রেকর্ডার, টাইপরাইটার উপহার দিত। এরকম অনেক উপহার পেয়েছি আমি। সেগুলো আজও যত্ন করে তুলে রাখা আছে। এছাড়াও খুব কাছের বন্ধুরা আসত। সবাই মিলে সেলিব্রেট করতাম। তবে বিশেষ কিছু হতো না। আমার আসলে জন্মদিন নিয়ে কোনওদিনই খুব একটা উত্তেজনা ছিল না।"
উল্লেখ্য, বৃহস্পতিবার অভিনেতার জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি 'ডানকি'র একটি ভিডিও ক্লিপ। খুব শিগগিরই দ্বিতীয় ভিডিওটিও প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন শাহরুখ নিজেই। আগামী বড়দিনের আগে ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে বড়পর্দায়। এই ছবির মাধ্যমেই প্রথমবার জুটি বেঁধেছেন পরিচালক রাজকুমার হিরানি ও অভিনেতা শাহরুখ খান। তিনি ছাড়াও ছবিতে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানির মতো বলিউডের নামীদামি শিল্পীরা।