শেষ আপডেট: 4th February 2025 22:51
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের বড় ছেলে, আরিয়ান খানের বলিউডে ডেবিউ নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনা দিন দিন বাড়ছে। তবে আরিয়ান তাঁর বাবা ও বোন সুহানা খানের মতো অভিনেতা হতে চান না। বরং তিনি পর্দার পিছনে কাজ করতে চান। লেখক ও পরিচালক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার ইচ্ছা পোষণ করেন তিনি। সেই লক্ষ্যেই তাঁর প্রথম কাজ 'The Ba***ds of Bollywood' সিরিজ নিয়ে সম্প্রতি একটি ঝলক প্রকাশ্যে এসেছে, যা দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
এই দুই মিনিটের ভিডিওতে দেখা গিয়েছে, শাহরুখ খান একটি স্টাইলিশ এন্ট্রিতে শট দিতে এসেছেন, কিন্তু পরিচালকের মনোযোগ আকর্ষণ করতে পারছেন না। একের পর এক শট নিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং অবশেষে বিরক্ত হয়ে বলেন, 'আরেকটা আরেকটা আরেকটা করেই যাচ্ছে! তোর বাবার রাজত্ব নাকি?' এর পরেই ক্যামেরার পেছন থেকে হাসিমুখে বেরিয়ে আসেন আরিয়ান, এবং খুব সহজভাবে বলেন, 'হ্যাঁ।'
Picture toh saalon se baki hai par show toh ab shuru hoga.
— Netflix India (@NetflixIndia) February 3, 2025
Witness Aryan Khan’s take on Bollywood… The Ba***ds of Bollywood, coming soon.#TheBadsOfBollywood#TheBadsOfBollywoodOnNetflix#NextOnNetflixIndia pic.twitter.com/dP9WcDack7
এই ভিডিও দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, শাহরুখ খান সম্ভবত বলিউডের রাজা হলেও, এই মুহূর্তে সমস্ত নজর কাড়লেন আরিয়ান। এক ভক্ত লেখেন, 'আরিয়ান এতদিন ধরে তাঁর হাসি আর কণ্ঠস্বর বাঁচিয়ে রেখেছিলেন ডেবিউ করার জন্য।' অন্য একজন বলেন, 'শেষের হাসি সত্যিই শাহরুখের মতো।' বেশ কিছু অনুরাগী মনে করেন, যদি আরিয়ান অভিনেতা হতেন, তাহলে সুহানার থেকেও অনেক ভাল পারফর্ম করতেন।
He’s Better Than All The Nepokids who debuted in last 5 years. https://t.co/wT3Zk796Vz
— ???? (@rksbunny) February 3, 2025
যদিও ভক্তরা তাঁকে অভিনেতা হিসেবে দেখতে চান, তবে আরিয়ান খানের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। তিনি বর্তমানে তাঁর প্রথম সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। 'The Ba***ds of Bollywood' শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পাবে। অন্যদিকে, শাহরুখ খান তার পরবর্তী সিনেমা 'কিং' নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন সুহানা খানও।