Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
SSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থান
Shah Rukh Khan

পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর নিয়ে এখনও চুপ শাহরুখ! পাকিস্তান প্রেম? সামনে এল আসল তথ্য

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সেনা অভিযানের সাফল্যে যখন সোশাল মিডিয়ায় মুখর বলিউড তারকারা, তখন নীরব ছিলেন শাহরুখ খান। 

পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর নিয়ে এখনও চুপ শাহরুখ! পাকিস্তান প্রেম? সামনে এল আসল তথ্য

শাহরুখ খান

শেষ আপডেট: 13 May 2025 23:41

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সেনা অভিযানের সাফল্যে যখন সোশাল মিডিয়ায় মুখর বলিউড তারকারা, তখন নীরব ছিলেন শাহরুখ খান। 'অপারেশন সিঁদুর' নিয়ে কিং খানের এই নীরবতা ঘিরে প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন। তাঁদের একাংশের মতে, দেশের এই গর্বের মুহূর্তে শাহরুখের চুপ থাকা দৃষ্টিকটু।

ঠিক এমন এক সময়েই ভাইরাল হয়েছে শাহরুখের পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও। যেখানে স্পষ্টভাবে তিনি বলেছেন, তাঁর পরিবারের সঙ্গে পাকিস্তানের একটি সংযোগ রয়েছে। শাহরুখ জানান, “আমার বাবার জন্ম পাকিস্তানে। ওখানেই তাঁর শৈশব কেটেছে। এখনও আমাদের অনেক আত্মীয় পাকিস্তানে থাকেন—বাবার তুতো ভাইয়েরাও সেখানে আছেন।”

এই মন্তব্য সামনে আসতেই আবার একাংশ নেটদুনিয়ায় জোরদার আক্রমণ শুরু করেছেন শাহরুখের দিকে। তাঁদের দাবি, পাকিস্তানের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকার কারণেই হয়তো দেশের সেনাবাহিনীর কৃতিত্ব নিয়ে কোনও মন্তব্য করেননি বলিউড বাদশা।

এদিকে, বলিউড সূত্রে খবর, চলতি মাসের ১৬ তারিখ থেকে শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি *‘কিং’*–এর শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক আবহে শ্যুটিং পিছিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে শাহরুখ বা তাঁর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

তবে সিনেমার দুনিয়ায় শাহরুখের চমক দিয়ে ফেরা কোনও নতুন বিষয় নয়। 'জওয়ান' আর 'ডাঙ্কি'-র মতো পরপর হিটের পর এবার 'কিং'–এ একেবারে ভিন্ন অবতারে ধরা দিতে চলেছেন তিনি। বাড়ানো হয়েছে চুল, মুখজুড়ে দাঁড়ি—লুকেই ধরা দিচ্ছে এক লড়াকু রাজসিকতা। এমনকি, ছবির পরিচালকও বদলেছেন—সুজয় ঘোষের বদলে এবার পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। আর এই সিনেমার মাধ্যমে পর্দায় প্রথমবারের জন্য কন্যা সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। রেকর্ড বাজেটের এই প্রজেক্টে প্রতিটি পদক্ষেপেই চমক রাখতে চাইছেন বাদশা।


ভিডিও স্টোরি