পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সেনা অভিযানের সাফল্যে যখন সোশাল মিডিয়ায় মুখর বলিউড তারকারা, তখন নীরব ছিলেন শাহরুখ খান।
শাহরুখ খান
শেষ আপডেট: 13 May 2025 23:41
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সেনা অভিযানের সাফল্যে যখন সোশাল মিডিয়ায় মুখর বলিউড তারকারা, তখন নীরব ছিলেন শাহরুখ খান। 'অপারেশন সিঁদুর' নিয়ে কিং খানের এই নীরবতা ঘিরে প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন। তাঁদের একাংশের মতে, দেশের এই গর্বের মুহূর্তে শাহরুখের চুপ থাকা দৃষ্টিকটু।
ঠিক এমন এক সময়েই ভাইরাল হয়েছে শাহরুখের পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও। যেখানে স্পষ্টভাবে তিনি বলেছেন, তাঁর পরিবারের সঙ্গে পাকিস্তানের একটি সংযোগ রয়েছে। শাহরুখ জানান, “আমার বাবার জন্ম পাকিস্তানে। ওখানেই তাঁর শৈশব কেটেছে। এখনও আমাদের অনেক আত্মীয় পাকিস্তানে থাকেন—বাবার তুতো ভাইয়েরাও সেখানে আছেন।”
এই মন্তব্য সামনে আসতেই আবার একাংশ নেটদুনিয়ায় জোরদার আক্রমণ শুরু করেছেন শাহরুখের দিকে। তাঁদের দাবি, পাকিস্তানের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকার কারণেই হয়তো দেশের সেনাবাহিনীর কৃতিত্ব নিয়ে কোনও মন্তব্য করেননি বলিউড বাদশা।
এদিকে, বলিউড সূত্রে খবর, চলতি মাসের ১৬ তারিখ থেকে শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি *‘কিং’*–এর শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক আবহে শ্যুটিং পিছিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে শাহরুখ বা তাঁর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
তবে সিনেমার দুনিয়ায় শাহরুখের চমক দিয়ে ফেরা কোনও নতুন বিষয় নয়। 'জওয়ান' আর 'ডাঙ্কি'-র মতো পরপর হিটের পর এবার 'কিং'–এ একেবারে ভিন্ন অবতারে ধরা দিতে চলেছেন তিনি। বাড়ানো হয়েছে চুল, মুখজুড়ে দাঁড়ি—লুকেই ধরা দিচ্ছে এক লড়াকু রাজসিকতা। এমনকি, ছবির পরিচালকও বদলেছেন—সুজয় ঘোষের বদলে এবার পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। আর এই সিনেমার মাধ্যমে পর্দায় প্রথমবারের জন্য কন্যা সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। রেকর্ড বাজেটের এই প্রজেক্টে প্রতিটি পদক্ষেপেই চমক রাখতে চাইছেন বাদশা।