শেষ আপডেট: 19th October 2024 11:39
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কিং খান, যাকে অনেকে বলে থাকেন আস্ত এক ইন্ডাস্ট্রি। কখনও তিনি রোমান্টিক, কখনও অ্যাকশন আবার কখনও বা ট্রাজেডিক হিরো। সবেতেই নিজেকে বেশ সফল ভাবে মেলে ধরেছেন। যার এক ঝলক পাওয়ার আশায় মান্নাতের সামনে ভিড় করে লক্ষ লক্ষ মানুষ। তার অনুগামী গোটা বিশ্ব জুড়ে। এর প্রমাণও মিলেছে অভিনেতা আলী খানের একটি কথায়।
এক সাক্ষাৎকারে আলী জানিয়েছিলেন, ইউরোপে শাহরুখের শুটিংয়ের সময় ভিড় ব্র্যাড পিটকেও হার মানিয়েছিল। সে সময় নাকি শাহরুখের শুটিংয়ের জন্য এক কিলোমিটার জায়গাজুড়ে নিষেধাজ্ঞা জারি ছিল। সেই শাহরুখ খানই চলতি বছর সুইজারল্যান্ডে ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পেয়েছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অনস্বীকার্য অবদানের জন্য এই পুরস্কার তাঁকে দেওয়া হয়েছে।
লোকার্নো উৎসবে ‘লোকার্নো মিটস পডকাস্ট’-এ এ কথা বলেন তিনি। এই পডকাস্টে বহু অভিনেতাই নিজেদের জীবনের গল্প শেয়ার করেন। তাঁদের সিনেমা, ক্যারিয়ার নিয়ে কথা বলেন। সেখানেই কথা বলতে শোনা গিয়েছে বলিউডের বাদশাকে।
শাহরুখ আজকাল একটু চুপচাপ থাকতেই পছন্দ করেন। এমনটা সত্যি কি না, সেই নিয়ে প্রশ্ন উঠতেই অভিনেতা পডকাস্টে বলেন, 'আমি এমনিতে ভীষণ রসিক মানুষ। কিন্তু আজকাল আর সব সময় সব জায়গায় রসিকতা করতে ভাললাগে না। এক কথায় নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছি। আমি মানুষকে হাসাতে পারি বলে আমার মনে হয়। সেটাতেই নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমার টিম আমাকে সব সময় বলে, মানুষ নাকি আমার রসিকতা বোঝে না। উল্টে আমাকে ভুল বোঝে।'
তিনি আরও বলেন, 'আজকাল আর মানুষ মজা করা পছন্দ করে না। আপনি কাউকে মজার ছলে কিছু একটা বলবেন, দেখবেন সে না হয় সেই কথার অন্য মানে বের করবে। আর না হয় খুব বিরক্ত হবে। আমার সঙ্গে এমন অনেকবারই হয়েছে। আমি বুঝতে পেরেছি যে আমার কথায় সামনের মানুষটা বিরক্ত হচ্ছে। অথচ আমি তাঁকে যা কিছু বলেছি সবটাই খুব মজার ছলে। তাই আমি মনে করি খুব বেশি সেন্স অব হিউমার না থাকাই ভাল।’
তিনি বলেন, 'আমি আমার জীবনের সবটা সময় অভিনয় করেই কাটিয়ে যেতে চাই। আমি যদি ২ মিনিটের জন্য কাউকে বিনোদন দিতে পারি, সেটাই আমার কাছে ভালোবাসা।'
তাঁর অবসর জীবন কেমন হবে, সেই নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমি সব সময় একটাই জিনিস চাই যাতে অভিনয় করতে করতেই আমার মৃত্যু হয়। অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত লাইট, ক্যামেরা এবং অ্যাকশন শুনতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চাই। একটাই ইচ্ছে, কোনও দৃশ্য শেষ হয়ে যাওয়ার পর পরিচালক যখন কাট বলবেন, তখন যেন আর আমার চোখ না খোলে। ওখানেই যেন সবটা শেষ হয়ে যায়।'