শেষ আপডেট: 4th November 2024 21:05
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের অতিরিক্ত সিগারেট খাওয়ার অভ্যাস, তাঁর ভক্তদের কাছে অজানা নয়। ২০১১ সালে এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছেন, দিনে অন্তত ১০০টি সিগারেট খান। সেই সঙ্গে প্রতিদিন প্রায় ৩০ কাপ করে ব্ল্যাক কফি। তবে সেই কিং খানই এবার তার জন্মদিনে সিগারেট ছেড়ে দিলেন।
কিং খানের ফ্যানক্লাবের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে কিং খানকে বলতে শোনা গিয়েছে, 'সবার জন্য একটি ভাল খবর আছে। আমি আর ধুমপান করছি না। প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও খুব তাড়াতাড়ি কেটে যাবে।'
বরাবরই শাহরুখের অতিরিক্ত ধূমপানের অভ্যাসের কথা বিভিন্ন সাক্ষাৎকারেই তুলে ধরা হয়। কিন্তু বেশিরভাগ সময়ই এনিয়ে কথা এড়িয়ে যান তিনি। ২০১১ সালে এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই নিজের অতিরিক্ত ধূমপানের অভ্যাস সম্পর্কে মুখ খুলেছিলেন। বলেছিলেন, 'আমি দিনে অন্তত ১০০টি সিগারেট খাই। জল আর খাবার খেতে একপ্রকার ভুলেই যাই। তারপরেও যদিও আমার সিক্স প্যাক আছে।'
বলিউড বাদশার ধুমপান ছাড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের বক্তব্য, শাহরুখ খান অনেক মানুষের জীবনের রোল মডেল। এই ধরনের মানুষেরা যদি ধূমপান ছেড়ে দেওয়ার বার্তা দেন, তাতে আদতে সমাজের লাভ। এঁদের দেখে অনেকেই ধূমপান ছেড়ে দেওয়ার কাজে লেগে পড়বেন। যার ফলে শরীর থাকবে সুস্থ-সবল।
এবিষয়ে শাহরুখ মুখ খুললেন। তিনি বললেন, 'আমি কারও জীবনে রোল মডেল হতে চাই না। তাও আবার ধূমপানের মতো একটি বিষয়ে। সবাই সবার জীবন নিজেদের মতো করে বাঁচবে। যখন যেটা করতে ইচ্ছে করছে, করে ফেলা উচিত। পরে আর তা নাও হতে পারে।'
সেই সঙ্গে কিং খান আরও বলেন, 'আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি বলেই যে সঙ্গে সঙ্গে অন্য কাউকেও এমনটাই করতে হবে, এমনটা নয়। আমি সব সময় বিশ্বাস করি। সব কিছুর সঠিক সময় হয়। আর সেই সময় অনুযায়ীই সব হবে। আমি যখন পেরেছি অন্যকেউও পারবে। হবে জীবনটা নিজের মতো করে বাঁচা খুব জরুরি।'