শেষ আপডেট: 3rd January 2025 17:20
দ্য ওয়াল: বয়স শুধু একটা সংখ্যা। তবে সে সংখ্যাই বাড়ছে তিন ‘খান’-এর। তিন খান অর্থাৎ বলিউডের তিন খান—শাহরুখ, সলমান এবং আমির (Shah Rukh Khan, Salman Khan, Aamir Khan)। ২০২৫ সাল, তিন তারকার কাছে বেশ তাৎপর্যপূর্ণ। তাঁদের প্রত্য়কের বয়সের সংখ্যা বেড়ে হবে ৬০!
আগামী ১৪ মার্চ প্রথম ষাটের মাইলফলক প্রথম স্পর্শ করবেন আমির, তারপরে ২রা নভেম্বর শাহরুখ এবং একেবারে বছর শেষে অর্থাৎ ২৭ ডিসেম্বর সলমন। তিন তারকা এখনও বলিউডে তাঁদের রাজত্ব অক্ষত রেখেছেন, কিন্তু ষাটে পা দেওয়ার পর কি তাঁদের স্টারডমে প্রভাব ফেলবে?
বর্ষীয়ান ফিল্ম অ্যানালিটিক্স তরণ আদর্শ অবশ্য এ বিষয়ে দ্বিমত পোষণ করেন, ‘বয়স শুধু সংখ্যা। এছাড়াও দর্শক জানে যে তাঁদের বয়স কত হল তবু তাঁরা তাঁদের জন্য পাগল। তিনজনই নয়ের দশকের সুপারস্টার, যাঁরা শুধুমাত্র বক্স অফিস নয়, আমাদের প্রত্যেকের জানপ্রাণ দখল করে রেখেছেন। তাঁরা আজও প্রাসঙ্গিক এবং সময়ের সঙ্গে-সঙ্গে নিজেদের বদলে ফেলেছেন। ‘সিকন্দর’ থেকে, ধারণা আরও স্পষ্ট হয়, সলমনকে মনে হয়েছে একেবারে ভিন্ন কেউ, যদিও কমার্শিয়াল ছবির সমস্ত উপকরণ ভরপুর রয়েছে ‘সিকন্দর’-এ।’ সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এটুকু বলেই চুপ থাকলেন না তরণ। বললেন, ‘তাঁদের এখন আরও অনেক পরিণত চরিত্রে দেখা যাবে। তাঁরা জানে যে এখন সুইজারল্যান্ডে দৌড়ে বেড়ানো, তাঁদের মানাবে না। মনে রাখতে হবে, যখন আপনি পরিণত কোনও চরিত্রে বয়সোচিত অভিনয় করছেন, তখনই দর্শকের সঙ্গে আরও যোগাযোগ তৈরি হবে।’
ফিল্ম অ্যানালিস্ট অতুল মোহন বলেন, শাহরুখ খান, সলমন খান এবং আমির খান একটি সুবিধাপূর্ণ জায়গাতেই রয়েছেন, কারণ দর্শকদের বয়স্ক অভিনেতাদের প্রতি তাঁদের ভাবমূর্তি অনেকটা বদলেছে, ‘এখন, অনেক কিছু আলাদা হচ্ছে। আগে, অভিনেতারা ৫০ বা ৫৫বছর বয়সী হতেই, তাঁরা চরিত্রাভিনেতা হয়ে যেতেন। তবে, শাহরুখের সিনেমা বক্সঅফিসে দারুণ চলে। এমনকি সলমনের ‘দুর্বল’ ছবিও শেষ পর্যন্ত ১০০ কোটির গন্ডি টপকে ফেলে। আগে অমিতাভ বচ্চন, দিলীপ খান্না, রাজেশ খান্না, ধর্মেন্দ্র প্রমুখের বয়স ৬০ বছর হওয়ার আগেই কেরিয়ারগ্রাফ নিম্নগামী হতে শুরু করে, ফলে তাঁরা চরিত্রে অভিনয় করতে শুরু করেন।’ বলেন অতুল।
দক্ষিণী অভিনেতাদের প্রসঙ্গ টেনে অতুল বলেন, খানদের থেকে বয়সে বড় অভিনেতারা দক্ষিণী ছবিতে শাসন চালাচ্ছেন। তিনি বলেন, ‘যতদিন তাঁরা ঠিকঠাক ছবি করবেন, দর্শক তাঁদের গ্রহণ করবেন। রজনীকান্ত সত্তরোর্ধ্ব এবং এখনও তাঁর ছবি বিশাল আয় করে চলেছে। কমল হাসান এই বয়সে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় হিট ছবি ‘বিক্রম’ (২০২২) দর্শকদের উপহার দিলেন।’
ফিল্ম পরিবেশক ও প্রদর্শক রাজ বনসল বলেন, ‘বয়স তাঁদের স্টারডমকে প্রভাবিত করবে না। এই সময়ে, রণবীর কাপুর ছাড়া এমন কোনও প্রতিভাবান নায়ক উঠে আসেনি, যে তাঁদের (তিন খান) স্টারডমকে চ্যালেঞ্জ করতে পারে। তাঁরা যে এতদিন কাজ করতে পেরেছেন, এটা ভাগ্যের জোরেই।’
২০২৫-এ ‘খান’ রিলিজ!
এটা সত্যি দুঃখের, যে বছরে শাহরুখ ষাটে পা রাখবেন, সেই বছরেই কিং খানের কোনও ছবিই মুক্তি পাবে না। তাঁর পরের ছবি, ‘কিং’ ২০২৬ সালের মার্চে মুক্তি পেতে পারে। ছবিতে অভিষেক বচ্চন এবং অভয় ভার্মার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান। সম্প্রতি ‘কিং’ থেকে সরে এসেছেন সুজয় ঘোষ। সিদ্ধার্থ আনন্দ এখন ছবির দায়িত্বে রয়েছেন।
ইদে মুক্তি পাবে সলমন খান অভিনীত ‘সিকন্দর’। যা খবর, আমির খান অভিনীত ‘সিতারে জমিন পর’ ২০২৫ সালের প্রথমার্ধে মুক্তি পেতে পারে। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘লাহোর ১৯৭৪’-এর প্রোডাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন আমির। ছবিতে প্রীতি জিনতা এবং আলী ফজল ছাড়াও অভিনয় করেছেন সানি দেওল।