শেষ আপডেট: 29th January 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বাদশা শাহরুখ খান। তিনি তাঁর হাস্যরস ও মজাদার কথা দিয়ে সব সময়ই অনুরাগীদের মন জয় করেন। সাক্ষাৎকারে চেয়ার দখল করে বসলেই মুখে হাসি আসে অসংখ্য ভক্তের। আবারও তিনি বহু মানুষের মন জয় করেছেন দুবাইয়ে এক অনুষ্ঠানে। ইভেন্ট চলাকালীন, যখন শাহরুখ তাঁর ভক্তদের সঙ্গে কথা বলছিলেন, তখন কয়েকজন ভক্ত তাঁর প্রতি ভালবাসা প্রকাশ করেন। তবে শাহরুখের উত্তরগুলো মন কেড়েছে অধিকাংশ নেটিজেনের।
একটি ভাইরাল ভিডিওতে শাহরুখ ভক্তদের সঙ্গে মজা করছেন। এক সময়, একজন অনুরাগী চিৎকার করে বলেন, 'আই লভ ইউ!' (আমি তোমাকে ভালবাসি)। এর উত্তরে শাহরুখ বলেন, 'আই নো, আই অলসো লভ ইউ।' এরপর মজা করে বলেন, 'এই অনুষ্ঠানের পর আমরা বিয়ে করতে পারি।' তাঁর এই উত্তরে ভক্তরা হাসিতে ফেটে পড়েন।
SRK humorously replies to a fan shouting ‘Love you Shah Rukh!’ with ‘I also love you, dilog toh bolne de, aur kitna pyaar karega?’ ????❤️@iamsrk @DAMACOfficial #ShahRukhKhan #SRK #DamacProperties #KingKhan #Dubai #King pic.twitter.com/7euAO3tJQm
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) January 28, 2025
এরপর, ভক্তটি বলেন, 'আমি তোমাকে একবার স্পর্শ করতে চাই।' শাহরুখ মজা করে উত্তর দেন, 'আরে, এভাবে সবার সামনে বলো না! আমাকে একটু লজ্জা লাগছে।'
আরেকটি ভিডিওতে শাহরুখ তার বিখ্যাত 'দেবদাস' সিনেমার একটি ডায়ালগ পুনরায় বলেন। তবে, যখন একটি ভক্ত বলে 'আমি তোমাকে ভালবাসি শাহরুখ'। কিং খান মজার সুরে উত্তর দেন, 'আমিও তোমাকে ভালবাসি। তবে ডায়ালগ তো শেষ করতে দাও, আর কত ভালোবাসবে।'
অন্য এক অনুষ্ঠানে শাহরুখ তাঁর পরবর্তী সিনেমা 'কিং' এর ঘোষণা করেছেন, যা পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এটি তার দ্বিতীয় সিনেমা, কারণ তারা আগে 'পাঠান' সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এই সিনেমায় শাহরুখকে তাঁর মেয়ে 'সুহানা খান' এর সঙ্গে দেখা যাবে, আর অভিষেক বচ্চন ভিলেনের চরিত্রে অভিনয় করবেন।