Latest News

গৌরীকে দেওয়া ভ্যালেন্টাইন্স ডে-র প্রথম উপহার ছিল… ৩৪ বছরের পুরনো স্মৃতি হাতড়ালেন শাহরুখ

দ্য ওয়াল ব্যুরো: আজ, মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি। ভালবাসার (Valentines Day) দিন হিসাবেই গোটা বিশ্বে পালন করা হয় বিশেষ তারিখটি। আর এই দিনেই নিজের জীবনের ভালবাসার গল্প সবার সামনে প্রকাশ করলেন বলিউডের রোম্যান্স কিং শাহরুখ খান (Shah Rukh Khan)।

ভালবাসার মানুষকে দেওয়া প্রথম উপহার সবার কাছেই বিশেষ হয়ে থাকে। হতে পারে শাহরুখ বলিউডের তারকা, কিন্তু তিনিও তো ছিলেন দিল্লির বাসিন্দা মধ্যবিত্ত এক ছাপোষা প্রেমিক। তাই এতবছর পরেও ভোলেননি নিজের শিকড়, নিজের অল্প বয়সের রঙিন দিনগুলি। স্ত্রী গৌরীকে (Gauri Khan) এই দিনে প্রথম কী উপহার দিয়েছিলেন, সেটাই আরও একবার প্রকাশ করলেন শাহরুখ। তাও ভালবাসার দিনেই।

ভ্যালেন্টাইন্স ডে-তে শাহরুখ প্রথমবার গৌরী খানকে কী উপহার দিয়েছিলেন? প্রেম দিবসে বাদশার কাছে এ কথাই জানতে চেয়েছিলেন তাঁর এক অনুরাগী। প্রশ্নের উত্তরে কিং খান জানান, “যদি আমি সঠিকভাবে মনে রাখি তাহলে সেই দিনের পর ৩৪ বছর পেরিয়ে গেছে… এক জোড়া গোলাপি প্লাস্টিকের কানের দুল দিয়েছিলাম মনে হয়।”

তখনও দিল্লির বাসিন্দা দু’জনেই। শাহরুখ সিনেমা জগতে নিজের কেরিয়ার তৈরির চেষ্টা করছেন। সেইসময় থেকেই তাঁর সঙ্গে ছিলেন গৌরী। বলা হয়, প্রত্যেক সফল পুরুষের পিছনে থাকে একজন নারীর হাত। শাহরুখের উত্থানের পিছনে গৌরী খানও যে রয়েছেন, তা বারবার শোনা গিয়েছে খোদ বাদশার মুখেই। অনুরাগীরা বলছেন, সেদিনের গোলাপি প্লাস্টিকের দুলই ছিল আজকের মন্নতের আসল ভিত।

‘পাঠান’ ঝড়ের মধ্যেই ফের মুক্তি পেল ‘ডিডিএলজে’, নতুন ছবির ব্যবসা নিয়ে চিন্তায় শাহরুখ

You might also like