শেষ আপডেট: 26th November 2024 20:30
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ শাহরুখ খান ও গৌরী খান তাঁদের ভালবাসার গল্প যে কোনও সিনেমার গল্পকেও হার মানাবে। বড় পর্দায় শাহরুখকে ঠিক যেমনভাবে দেখা যায়, রোমান্টিক, কিউট, বাস্তবে তিনি ঠিক কেমন স্বামী? এমন প্রশ্ন গৌরীকে একাধিকবার জিজ্ঞাসা করা হলেও কখনই কোনও সঠিক উত্তর পাওয়া যায়নি। সব সময় রসিকতার সুরেই উত্তর দিতে শোনা গিয়েছে।
১৯৯১ সালের ২৫ অক্টোবর গাঁটছড়া বাঁধেন তারকা জুটি। ৩৩ বছরের বিয়ের সম্পর্ক তাঁদের। শাহরুখ খান যখন গৌরী খানের সঙ্গে সম্পর্ক শুরু করেন, তখন তাঁর ক্যারিয়ারের সবে শুরু হয়েছিল। শাহরুখের তখন মাথার ওপর ছাদও ছিল না। ফলে অনেক দিন ধরে তিলে তিলে নিজেদের সংসার গুছিয়েছিলেন দম্পতি। সেই দিন থেকে আজও তাঁরা একসঙ্গেই ঘর করছেন।
কিং খানের ছোট ছেলে আব্রাম হওয়ার পর তাঁদের সম্পর্কে কম ঝড় ওঠেনি, তবুও তাঁদের পথ চলা থামেনি তাঁদের। কখনও অন্দরমহলের ভিতরের খবর সামনে আসতে দেননি তিনি। এবার করণ জোহরের সামনে গৌরী শাহরুখকে নিয়ে মুখ খুললেন। কফি উইথ করণে, করণ জোহর প্রশ্ন করেছিলেন, ‘স্বামী হিসেবে শাহরুখ কেমন?’
উত্তরে গৌরী বলেন, 'শাহরুখ খুবই সহজ ও সাধারণ মানুষ। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কোনওদিন খাবার নিয়ে অভিযোগ জানাতে শুনিনি শাহরুখকে। যদি খাবারে নুনও না থাকে তাও খেয়ে নেবে। যখন যেটা খেতে দেওয়া হয়, সেটাই খেয়ে নেয়। আসলে এই দীর্ঘ এতগুলো বছর আমি ওর সঙ্গে থাকতে গিয়ে বুঝেছি ও আসলে যে কোন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। খুব সহজেই সকলের সঙ্গে মিশেও যেতে পারে।'
এখানেই শেষ নয়, শাহরুখের স্ত্রী আরও বলেন, 'প্রথমদিকে যখন আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল, প্রতিটা দিন ও আমাকে সাহস দিয়েছে। আসলে ও যে শাহরুখ, সেই দম্ভটা ওর মধ্যে কখনওই কাজ করে না। ফলে বড় পর্দায় ওকে ঠিক যতটা রোমান্টিক দেখায়, বাস্তবে শাহরুখ কিন্তু কিছুটা এমনই।'