শেষ আপডেট: 11th February 2023 01:59
'পাঠান' ঝড়ের মধ্যেই ফের মুক্তি পেল 'ডিডিএলজে', নতুন ছবির ব্যবসা নিয়ে চিন্তায় শাহরুখ
দ্য ওয়াল ব্যুরো: কেরিয়ারের শুরু থেকেই ইচ্ছা ছিল অ্যাকশন হিরো হওয়ার। কিন্তু উপরওয়ালা হয়তো তাঁর জন্য অন্য কিছুই লিখে রেখেছিলেন। তাই 'ডিডিএলজে' (DDLJ), 'দিল তো পাগল হ্যায়', 'মহব্বতেঁ'র মতো একাধিক ছবি বানিয়ে আজ তিনি বলিউডে 'রোম্যান্স কিং'-এর তকমা পেয়েছেন। সেই শাহরুখ খান (Shah Rukh Khan) অবশেষে কেরিয়ারের সায়াহ্নে এসে অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন। তাঁর নতুন ছবি 'পাঠান' (Pathaan) এখন বক্স অফিসে রাজ করছে। ইতিমধ্যে বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকা আয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ছবিটি।
এরমধ্যেই আবার শাহরুখ খানের অলটাইম ব্লকব্লাস্টার ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' নতুন করে মুক্তি পেল সারাদেশে। গত শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ভারতের মাল্টিপ্লেক্স চেনগুলিতে রিলিজ হয়েছে। ১৯৯৫ সালে মুক্তি পাওয়ার পর থেকে এখনও অবধি মুম্বইয়ের 'মারাঠা মন্দির' সিনেমাহলে রোজ প্রদর্শিত হয় ছবিটি। তবে এবার আগামী কয়েকদিন 'ডিডিএলজে' দেখা যাবে দেশের যে কোনও প্রান্তের সিনেমাহলে।
আর এতেই শাহরুখ-ভক্তরা দ্বিধার মুখে পড়েছেন। তাঁরা ভাবছেন হলে গিয়ে 'পাঠান' দেখবেন নাকি একবার বড়পর্দায় 'ডিডিএলজে' দেখার সাধপূরণ করে ফেলবেন। শুধু অনুরাগীরাই নন, চিন্তিত কিং খান নিজেও। ছবি মুক্তির খবর টুইট করে শাহরুখ লিখেছেন, "আরে ভাই, এত কষ্ট করে অবশেষে অ্যাকশন হিরো হলাম, আর এরা আবার রাজকে ফিরিয়ে এনেছে। উফফ! এই প্রতিযোগিতা আমায় এবার মেরেই ফেলবে! আমি তো 'পাঠান'ই দেখতে যাব... রাজ তো ঘরের ছেলে।"
১৯৯৫ সালে মুক্তি পাওয়া 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' শাহরুখের কেরিয়ারের মোড় ঘোরানো একটি ছবি। এরপর থেকেই অভিনেতার নামের পাশে বসে যায় 'কিং অফ রোম্যান্স' তকমা। শুধু ভারত নয়, 'ডিডিএলজে' দিয়ে বিশ্বজুড়ে নিজের আলাদা পরিচিতি তৈরি করে নেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাহরুখকে। ছবিটি এখনও শাহরুখ-অনুরাগীদের ভালবাসায় দেশের একটি সিনেমাহলে প্রদর্শিত হয়। হয়তো এইজন্যই শাহরুখ 'পাঠান' নিয়ে খানিক চিন্তায় পড়ে গেলেন। তাই পুরনো নয়, অভিনেতা পাশে দাঁড়ালেন নতুন ছবিরই।
১০০০ কোটির দুয়ারে ‘পাঠান’, রাজকীয় প্রত্যাবর্তনে ইতিহাস গড়ছেন শাহরুখ