বলিউডের দুই জনপ্রিয় সুপারস্টার শাহরুখ খান এবং অক্ষয় কুমার—দু’জনেরই রয়েছে প্রচুর ফ্যান। বহু দিন ধরেই দর্শকরা চাইছেন, একসঙ্গে কোনও প্রজেক্টে অভিনয় করুন এই দুই তারকা।
শাহরুখ খান এবং অক্ষয় কুমার
শেষ আপডেট: 14 June 2025 12:49
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের দুই জনপ্রিয় সুপারস্টার শাহরুখ খান এবং অক্ষয় কুমার—দু’জনেরই রয়েছে প্রচুর ফ্যান। বহু দিন ধরেই দর্শকরা চাইছেন, একসঙ্গে কোনও প্রজেক্টে অভিনয় করুন এই দুই তারকা। কিন্তু সেটা হয়তো আর কখনও সম্ভব নয়। অন্তত শাহরুখ খানের বক্তব্যে সে রকমই ইঙ্গিত মিলেছে।
একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘‘আমি যখন ঘুমোতে যাই, অক্ষয় তখন ঘুম থেকে ওঠেন। ওঁর দিনটা খুব তাড়াতাড়ি শুরু হয়। আমি যখন কাজ শুরু করি, তখন ও শুটিং সেরে বাড়ি চলে যায়। ও অনেক বেশি সময় ধরে কাজ করতে পারে। আমি রাতের দিকে কাজ করতে ভালবাসি, কিন্তু বেশির ভাগ লোকই রাতে শুটিং করতে চায় না।’’
তিনি আরও বলেন, “অক্ষয়ের সঙ্গে কাজ করলে অবশ্যই মজা হবে। কিন্তু সমস্যা হল, আমরা সেটে একসঙ্গে সময় কাটাতে পারব না। ও যখন বেরোবে, আমি ঢুকব।”
এর আগে একটি সাক্ষাৎকারে শাহরুখকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি বছরে ৩-৪টি ছবি করতে পারবেন, যেভাবে অক্ষয় কুমার করে থাকেন? উত্তরে শাহরুখ জানান, “আমি ওর মতো তাড়াতাড়ি উঠতে পারি না, তাই সম্ভব নয়।”
তবে দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে ২০২৬-এর শেষ ত্রৈমাসিকে। সেই সময়েই মুক্তি পাবে শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রথমবার বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সুহানা খান। ছবির অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপূর, অর্জাদ ওয়ার্সি, সৌরভ শুক্লা প্রমুখ।