Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তি
Shah Rukh Khan - Akshay Kumar

'অক্ষয়ের সঙ্গে কাজ করতে পারব না', হঠাৎ কেন একথা বললেন শাহরুখ?

বলিউডের দুই জনপ্রিয় সুপারস্টার শাহরুখ খান এবং অক্ষয় কুমার—দু’জনেরই রয়েছে প্রচুর ফ্যান। বহু দিন ধরেই দর্শকরা চাইছেন, একসঙ্গে কোনও প্রজেক্টে অভিনয় করুন এই দুই তারকা। 

'অক্ষয়ের সঙ্গে কাজ করতে পারব না', হঠাৎ কেন একথা বললেন শাহরুখ?

শাহরুখ খান এবং অক্ষয় কুমার

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 June 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের দুই জনপ্রিয় সুপারস্টার শাহরুখ খান এবং অক্ষয় কুমার—দু’জনেরই রয়েছে প্রচুর ফ্যান। বহু দিন ধরেই দর্শকরা চাইছেন, একসঙ্গে কোনও প্রজেক্টে অভিনয় করুন এই দুই তারকা। কিন্তু সেটা হয়তো আর কখনও সম্ভব নয়। অন্তত শাহরুখ খানের বক্তব্যে সে রকমই ইঙ্গিত মিলেছে।

একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘‘আমি যখন ঘুমোতে যাই, অক্ষয় তখন ঘুম থেকে ওঠেন। ওঁর দিনটা খুব তাড়াতাড়ি শুরু হয়। আমি যখন কাজ শুরু করি, তখন ও শুটিং সেরে বাড়ি চলে যায়। ও অনেক বেশি সময় ধরে কাজ করতে পারে। আমি রাতের দিকে কাজ করতে ভালবাসি, কিন্তু বেশির ভাগ লোকই রাতে শুটিং করতে চায় না।’’

তিনি আরও বলেন, “অক্ষয়ের সঙ্গে কাজ করলে অবশ্যই মজা হবে। কিন্তু সমস্যা হল, আমরা সেটে একসঙ্গে সময় কাটাতে পারব না। ও যখন বেরোবে, আমি ঢুকব।”

এর আগে একটি সাক্ষাৎকারে শাহরুখকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি বছরে ৩-৪টি ছবি করতে পারবেন, যেভাবে অক্ষয় কুমার করে থাকেন? উত্তরে শাহরুখ জানান, “আমি ওর মতো তাড়াতাড়ি উঠতে পারি না, তাই সম্ভব নয়।”

তবে দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে ২০২৬-এর শেষ ত্রৈমাসিকে। সেই সময়েই মুক্তি পাবে শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রথমবার বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সুহানা খান। ছবির অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপূর, অর্জাদ ওয়ার্সি, সৌরভ শুক্লা প্রমুখ।
 


ভিডিও স্টোরি