শেষ আপডেট: 9th April 2025 21:09
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এ এক যুগান্তকারী মুহূর্ত! ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (DDLJ) প্রথম ভারতীয় ছবি যা লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের মূর্তি তৈরির মাধ্যমে সম্মানিত হতে চলেছে। ১৯৯৫ সালের ফিল্মের সেই অবিস্মরণীয় প্রতীকী ভঙ্গি! একে অপরকে আলিঙ্গন করছেন শাহরুখ-কাজল! তেমনই এক মূর্তি এ বারের বসন্তে ‘সিনেস ইন দ্য স্কোয়ার’ ফিল্মের ট্রেইলের অংশ হিসেবে স্থাপন করা হবে।
হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্সের এই ঘোষণা DDLJ-র ৩০ বছর পূর্তি উদযাপনের সূচনাও করল। আদিত্য চোপড়া পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত, রোমান্টিক এই ফিল্ম সর্বকালের সবচেয়ে সফল হিন্দি ফিল্মগুলোর মধ্যে অন্যতম। মূর্তিটি লেস্টার স্কোয়ারের পূর্বদিকে ওডিয়ন সিনেমার বাইরে স্থাপন করা হবে। এটি সেই জায়গা যেখানে DDLJ-র রাজ এবং সিমরান প্রথমবার একে অপরকে দেখে। DDLJ-তে দেখানো বিভিন্ন দৃশ্যে লন্ডনের অন্যান্য স্থানগুলোর মধ্যে রয়েছে কিংস ক্রস স্টেশন, টাওয়ার ব্রিজ, হাইড পার্ক এবং হর্সগার্ডস অ্যাভিনিউ।
হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্সের ডেপুটি চিফ এক্সিকিউটিভ মার্ক উইলিয়ামস বলেন, ‘আন্তর্জাতিক চলচ্চিত্রের টাইটান হিসেবে আমাদের পথচলায় শাহরুখ খান এবং কাজলকে যুক্ত করার সুযোগ পেয়ে আমরা অভিভূত! ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সর্বকালের সবচেয়ে সফল এবং গুরুত্বপূর্ণ বলিউড চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম, এবং সেখানে লেস্টার স্কোয়ারকে একটি লোকেশন হিসেবে দেখানো হয়েছে। এই মূর্তি বলিউডের জনপ্রিয়তা এবং লন্ডনের সমৃদ্ধ বৈচিত্র্যের উদযাপনের জন্য একটি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি। আমরা নিঃসন্দেহে এটি সারা বিশ্বের চলচ্চিত্র ভক্তদের লেস্টার স্কোয়ারের প্রতি আকৃষ্ট করবে।’
হ্যারি পটার, লরেল অ্যান্ড হার্ডি, জিন কেলি, মিস্টার বিন, মেরি পপিন্স এবং আরও অনেক মূর্তি পাশে যোগ দেবে ভারতের রাজ-সিমরন। এর সঙ্গে এক নতুন সংযোজন. DDLJ-এর ঐতিহ্যের অংশ হিসেবে, ‘কাম ফল ইন লাভ - দ্য ডিডিএলজে মিউজিক্যাল’ও ২৯ মে, ২০২৫ তারিখে ম্যানচেস্টার অপেরা হাউসে প্রিমিয়ারও হতে চলেছে।