শেষ আপডেট: 18th October 2024 16:10
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বাদশা শাহরুখ খান। এক একটা ছবি করতে মোটা টাকা পারিশ্রমিক নেন। তাঁর ঝুলিতে রয়েছে ১০০০ কোটি টাকার রেকর্ডও। তবে মোটা টাকার সম্পত্তি নিয়ে তিনি করেন কী? সপ্তাহ খানেক একটাই জামা প্যান্ট পরে কাটিয়ে দিতে পারেন কিং খান। শাহরুখের কথা বিশ্বাস করতে অস্বস্তি হলেও এটাই সত্যি। এই নিয়ে নিজেই মুখ খুললেন বলিউডের বাদশা।
এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, 'আমার বড় বাড়ি রয়েছে, বড় অফিস আছে, বড় বড় ছবি আছে। আমার অর্থ এসবের পিছনেই খরচ হয়। একমাত্র ছবির পেছনেই আমি টাকা খরচ করতে পছন্দ করি। নিজের উপরে টাকা খরচ করাকে আমি বিলাসিতা বলে মনে করি। আর সেটা একটুও পছন্দ করি না।'
তাহলে অবসর সময়ে তিনি কী করেন, এই প্রশ্ন উঠতেই বাদশা বলেন, 'আমি রেস্তরাঁতে যাই না, বাড়িতে যা খাবার হয় তাই খাই। খাবারের প্রতি আমি খুব একটা খুঁতখুঁতে নই। আর নিত্য নতুন পোশাক পরতে হবে, এমন ভাবনাও আমার নেই। তাই নিজের জন্য পোশাকও কিনি না। আমার যা আছে, আমি সেটা নিয়ে থাকতেই ভালবাসি।'
যে কোনও সাক্ষাৎকারেই কিং খানকে রসিকতার মেজাজে দেখা যায়। তিনি এত টাকা কীসে খরচ করেন? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, 'আমি আমার সাফল্যে খুব একটা সেলিব্রেট করি না। আর খরচ করার মতো ইচ্ছে হয় না। বলতে গেলে আমি সেই অর্থে গরিব। তবে আমি অন্যকে উপহার দিতে খুব পছন্দ করি।'
তারপরে কথা বলতে বলতে তিনি আরও বলেন, 'আপনি যদি আমার সঙ্গে পর পর সাত দিন দেখা করেন, দেখবেন আমি একই প্যান্ট পরে আছি। তাতে আপনি অবাক হবেন, কিন্তু আমি হই না। আমার কোনও ব্যক্তিগত চাহিদা নেই। আর আমি এতেই বেশ ভাল আছি। এমনকি এর জন্য আমাকে অনেকে কিপটেও বলেছে।'
তাছাড়া সেই সাক্ষাৎকারে কিং খান এও বলেন, 'আমি আমার সন্তানদের সব ইচ্ছে পূরণ করি। ওরা যাতে কোনওভাবেই এটা না ভাবে, বাবা আমাদের জন্য কোনওদিন কিছু করেনি। তবে আমার প্রচুর জুতো আছে। ভালবাসি অনেক রকম জুতো পরতে। একটাও নিজে কিনিনি। সবই শুটিং থেকেই আসে।'