শেষ আপডেট: 30th September 2024 16:14
দ্য ওয়াল ব্যুরো: বছর খানেক আগে টুম্পা সোনা গানটা খুব হিট করেছিল। সেই গানে একটা লাইন ছিল—'মিঠুন দা, নাচুন না’। এ এক মোক্ষম ব্যাপার। কারণ বাঙালির হিন্দি গানের সঙ্গে নাচের এভারগ্রিন আইকন একজনই। তিনি মিঠুন চক্রবর্তী। আশির দশকে ডান্স ডান্স, ডিস্কো ড্যান্সার, কসম প্যায়দা করনে বালো কি—ছবিতে মিঠুনের নাচ দেখতেই মানুষ ভিড় করে যেত সিনেমা হল। খুচরো পয়সা ছুড়ত। তবু ‘মিঠুন দা’ কখনও বিয়ে বাড়িতে গিয়ে নাচেননি।
কিন্তু শাহরুখ নেচেছেন। লক্ষ্মী মিত্তলের বাড়ির বিয়ে থেকে শুরু করে বহু মারোয়াড়ি ও পাঞ্জাবি বিয়েতে এক সময়ে দেদার নেচেছেন শাহরুখ খান ও তাঁর ট্রুপ। তার জন্য মোটা টাকাও নিয়েছেন। এমনিতে তাঁর নাচের যে বিশাল দক্ষতা রয়েছে তা নয়। এ ব্যাপারে ঋত্বিক রোশনদের ধারে কাছেও নন কিং খান। দু’হাত প্রসারিত করে তাঁর অ্যাপিয়ারেন্সটাই আইকনিক। আর মিঠুনের ডান্স সিরিজের মতো তাঁর নাচের একটাই ছবি ছিল। অনুষ্কা শর্মার সঙ্গে সুপারহিট মুভি ‘রব নে বানা দে জোড়ি’। সেই ছবির ‘চান্স পে ডান্স করলে ও সোনিয়ে’ সে বছর হিট করেছিল।
সে যাক। কিং খান জানিয়েছেন, তিনি আর টাকা নিয়ে বিয়ে বাড়িতে নাচেন না। তবে হ্যাঁ এমনিতে চান্স পেলেই ডান্স করেন। কেন টাকা নিয়ে বিয়ে বাড়িতে নাচেন না? সম্প্রতি একটি অনুষ্ঠানে কর্ণ জোহর কিং খানকে প্রশ্ন করেন, এখন আর বিয়েবাড়িতে নাচতে শাহরুখকে দেখা যায় না কেন? এর উত্তরে শাহরুখ জানান, 'সেই সময় আমার বয়স ছিল। কোনও বিয়ে বাড়িতে নাচলে লোকে ভাবতো জামাই নাচছে। কিন্তু এখন যা বয়স তাতে লোকে ভাববে শ্বশুর নাচছে। তাই এখন আর বিয়ে বাড়িতে গিয়ে কোমর দোলাই না। এই বয়সে এসে লোকের বিয়েতে নাচাটা ভাল দেখায় না।'