শেষ আপডেট: 6th December 2024 13:52
দ্য ওয়াল ব্যুরো: ৩০ বছরের বেশি সময় ধরে বলিউড তথা ভারতীয় সিনেমায় রাজত্ব করছেন শাহরুখ খান। এত বছরে তাঁর একাধিক সিনেমা নিয়ে চর্চা হয়েছে। মানুষের মনে গেঁথে আছে তাঁর অভিনীত বহু চরিত্র। কেউ তাঁকে রাজ বলে চেনে, কেউ কবির খান, কেউ আবার অমন তো কেউ বিক্রম রাথৌর। তবে বলিউডে এমন খবরও রয়েছে যে, একটুর জন্য নাকি অস্কার হাত ছাড়া হয়েছে বলিউডের ‘বাদশা’র। কিন্তু কীভাবে? এ কথা নিজেই জানিয়েছেন কিং খান।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখ সেই ঘটনা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এ তাঁর অভিনয় করার কথা ছিল। ড্যানি বয়েল পরিচালিত ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ২০০৯ সালের অস্কার অনুষ্ঠানে ঝড় তুলেছিল। মনোনীত ১০টি বিভাগের মধ্যে আটটিতেই বিজয়ী ঘোষণা করা হয় ‘স্লামডগ মিলিওনেয়ার’কে। এই ছবিতে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসাবে পুরস্কার পান এ আর রহমান।
‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির পরই আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি পান অভিনেতা অনিল কাপুর। তবে কিং খানের কথা অনুযায়ী, সেই চরিত্রটির প্রস্তাব প্রথমে যায় তাঁর কাছে। শাহরুখ বলেন, 'এই ছবিতে আমাকে একটি চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন পরিচালক ড্যানি বয়েল। তখন আমি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক। গল্প শুনেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম।'
শাহরুখের মতে, চরিত্রটিতে অভিনয় করার জন্য নাকি কোনও রকম আগ্রহই খুঁজে পাননি। একথা নিজেই স্বীকার করে নিয়েছেন। চরিত্রটি অসৎ বলেই মনে হয়েছিল তাঁর। ফলে সেটা জানা মাত্রই আগ্রহ হারান অভিনেতা। কিং খানের পর সেই চরিত্রের প্রস্তাবটি যায় অনিলের কাছে। শাহরুখকে সকলে ভালবেসে বলিউডের বাদশা বলেন। তবে, এখনও পর্যন্ত হলিউডে কাজ করা হয়নি তাঁর। সেক্ষেত্রে তাঁর একটা আফসোস রয়ে গিয়েছে বলেই স্পষ্ট শাহরুখের কথায়।