ফাইল চিত্র
শেষ আপডেট: 2nd November 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো: মধ্যরাত থেকে মন্নতের বাইরে দাঁড়িয়ে একাধিক ভক্ত। কেউ পরে এসেছেন শাহরুখ নামের টিশার্ট। কারও হাতে রয়েছে তাঁর পোস্টার ও তাতে শুভ জন্মদিন লেখা। বলিউড বাদশাহর জন্মদিন উপলক্ষে কেউ বিতরণ করছেন কম্বল, কেউ আবার খাবার তুলে দিচ্ছেন গরিব মানুষের মুখে।
দুপুর পেরিয়ে বিকেল হল, তারপরে সন্ধ্যে। এখনও দেখা পাওয়া যায়নি কিং খানের। ভক্তদের মনে এখন প্রশ্ন একটাই, তাহলে কি এবারের জন্মদিনে দেখা দেবেন না তিনি? ভক্তদের মন রাখতে সিগনেচার পোজটা করে দেখাবেন না?
এই সব কিছুর মাঝেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখা গেল কিং খানকে। একদিকে তাঁর স্ত্রী গৌরী খান ও অন্যদিকে তাঁর মেয়ে সুহানা। মাঝে দাঁড়িয়ে কেক কাটছেন বলিউড বাদশা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরী। তা পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় সেই ছবি।
এসআরকে অনুরাগীদের কাছে ২ নভেম্বর ক্যালেন্ডারের সবথেকে আনন্দের দিন। এদিন ৫৯-এ পা দিলেন শাহরুখ। বাহারি আলো দিয়ে সাজানো হয়েছে মন্নত। বলিউড বাদশার জন্মদিন বলে কথা, তাই জমকালো পার্টিরও আয়োজন করা হয়েছে তাঁর স্বপ্নের বাড়ি মন্নতে। পুরোটাই প্রতিবছর নিজে হাতে করেন তাঁর স্ত্রী গৌরী খান।
View this post on Instagram
এদিকে দীর্ঘক্ষণ প্রতীক্ষা করার পরও ফ্যানেরা এখনও দেখা পাননি বাদশাহ-র। নাওয়া-খাওয়া-ঘুম ভুলে মন্নতের বাইরে ডেরা জমিয়েছে তাঁরা। অন্যবারের মতো এবার উপচে পড়া ভিড়ের অপেক্ষা সার্থক হয়নি এখনও। দেখা দেননি শাহরুখ। যে মানুষটা একটা গোটা প্রজন্মকে শিখিয়েছেন ‘প্যায়ার দোস্তি হ্যায়’ কিংবা ‘হারকে জিতনেওয়ালো কো বাজিগর কহতে হ্যায়’। আর তারই দিন। অপেক্ষা একটাই। মন্নতের বারান্দায় একবার আসুক শাহরুখ। এখনও শেষ হয়নি গোটা দিন। ফলে পরিচিত 'রিচুয়াল' থেকে এবারে কিং খান দূরেই থাকবেন কিনা তা স্পষ্ট নয়।