শেষ আপডেট: 7th December 2024 18:13
দ্য ওয়াল ব্যুরো: ৫৯ বছরের ‘সদ্য যুবা’ শাহরুখ খান। কখনও ‘ঝুমে জো পঠান’ তো কখনও ‘প্রিটি ওম্যান’ গানে তালে তাল মেলাতে দেখা যায় তাঁকে। লক্ষ্মী মিত্তলের বাড়ির বিয়ে থেকে শুরু করে বহু মারোয়াড়ি ও পাঞ্জাবি বিয়েতে এক সময়ে দেদার নেচেছেন শাহরুখ ও তাঁর গ্রুপ। তার জন্য মোটা টাকাও নেন তিনি। এমনিতে তাঁর নাচের যে বিশাল দক্ষতা রয়েছে তা নয়। এ ব্যাপারে ঋত্বিক রোশনদের ধারে কাছেও নন কিং খান।
কিং খান জানিয়েছেন, তিনি আর টাকা নিয়ে বিয়ে বাড়িতে নাচেন না। তবে হ্যাঁ এমনিতে চান্স পেলেই ডান্স করেন। মাঝে আর কোনও বিয়ে বাড়িতে নাচবেন না, এমনটাও জানিয়েছিলেন। আবার তাঁকে দেখা গেল অনুষ্ঠান বাড়িতে নাচতে।
Exclusive: Shah Rukh Khan is vibing on Chaiyya Chaiyya at a private event in Delhi ????#ShahRukhKhan pic.twitter.com/Ee3Vbftl57
— ℣ (@Vamp_Combatant) December 5, 2024
দিল্লির এক বিয়ের অনুষ্ঠানে গানের তালে কোমর দুলিয়েছেন কিং খান। মঞ্চে তাঁকে দেখা গিয়েছে কালো গলাবন্ধ পোশাক, কালো সানগ্লাসে। আইকনিক স্টেপে নজর কেড়েছেন সেখানকার অতিথিদের। তারই অনেক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক মেকআপ আর্টিস্ট শাহরুখের ভিডিও শেয়ার করেছেন।
সেই মেকআপ আর্টিস্টই সাজিয়েছেন কনেকে। ভিডিওটি শেয়ার করে বলিউড বাদশাহকে ধন্যবাদও জানিয়েছেন। তার কারণ হল কনের প্রশংসা করেছেন খোদ কিং খান। ভিডিওতে দেখা গিয়েছে, কখনও বরকে শিখিয়ে দিলেন ঠিক কী ভাবে প্রেম প্রস্তাব দিতে হবে। এক সময় মঞ্চের উপর তিনি নিজেও জড়িয়ে ধরন আলিঙ্গনরত বর-কনেকে। যদিও ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছেন, 'কত টাকা পেলে নেচে?' এমন প্রশ্নে ঢেকেছে কমেন্ট বক্স।