শেষ আপডেট: 13th September 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: এবার নভেম্বরের শেষে জাপানে মুক্তি পাবে শাহরুখ খানের 'জওয়ান'। বৃহস্পতিবার এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে 'বাদশা' লেখেন, 'বিচার, প্রতিশোধ, নায়ক-খলনায়ক আর এক জওয়ানের গল্প... আসছে জাপানের প্রেক্ষাগৃহে।'
২০২৩-এর ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল অ্যাকশন থ্রিলার মুভি জওয়ান। অ্যাকশনে ভরপুর জওয়ান ঝড় তুলেছিল বক্স অফিসেও। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজের ৩০০ কোটির এই ছবি ছিল ২০২৩-এ শাহরুখের কেরিয়ারের অন্যতম সেরা হিট ছবি। জওয়ান একমাত্র ভারতীয় ছবি যা অ্যাসট্রা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়।
ব্যান্ডেজ জড়ানো রক্তাক্ত মুখে শাহরুখের ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই জওয়ান নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহের পারদ ক্রমশ চড়েছিল। এবার অ্যাটলি পরিচালিত এই ছবি জাপানে কেমন ব্যবসা করে এ ছবি, তা দেখার অপেক্ষা।