শেষ আপডেট: 10th June 2024 19:17
দ্য ওয়াল ব্যুরো: 'শাহরুখ খানের সঙ্গে আমার মিল কোথায় জানিস? শাহরুখ খানও আমায় ফোন করে না, আমিও শাহরুখকে ফোন করি না।'-- এই ধরনের নানান জোক প্রায়ই শুনতে পাওয়া যায় শাহরুখ ভক্তদের মুখে। শুধু এমন জোকের মাধ্যমে মিল খোঁজা নয়, পোশাক থেকে পোজ-- শাহরুখ খানকে কত রকম ভাবেই না নকল করে চলেছেন সারা বিশ্বের অসংখ্য মানুষ। সর্ষে খেতে হাত ছড়িয়ে দাঁড়ানোই হোক বা গার্লফ্রেন্ডের সঙ্গে পিঠে পিঠ ঠেকিয়ে ছবি তোলা, 'শাহরুখ' হয়ে ওঠার জন্য কম পরিশ্রম তো করেন না অনুগামীরা।
কিন্তু, আপনি যদি জানতে পারেন, শাহরুখ খানের সঙ্গে একটি জিনিস আপনার একেবারে মিলে যাচ্ছে, তাহলে কেমন লাগবে বলুন তো? কেবল আপনি কেন, আমরা সকলেই ইদানীং এমন একটি জিনিস করছি, যা শাহরুখের সঙ্গে একেবারে হুবহু মিলছে, 'নকল হইতে সাবধান' হওয়ার কোনও দরকারই নেই! সেটা হল, বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হওয়া, ৩০ টাকার ওআরএস-এর টেট্রা প্যাকে চুমুক। আপনার মতোই, এই গরমে ওতেই ভরসা রাখছেন খোদ বাদশা!
আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়েছেন। ৩০ টাকার ওআরএস-ই খাচ্ছেন শাহরুখ খান। তবে তিনি একা নন, একই পানীয়ে মজেছেন আরও এক ধনকুবের। খোদ মুকেশ আম্বানি। এমনটা মোটেও শোনা বা জানা কথা নয়, দু'জনে মিলে এই পানীয় খাওয়ার দৃশ্য সরাসরি ক্যামেরাবন্দি হয়েছে, মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে। গতকাল, ৯ জুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠান উপলক্ষে হাজির ছিলেন শাহরুখ, আম্বানি দু'জনেই।
কালো পোশাকে যতটা স্টানিং লাগছিল বাদশাকে, সাদা পোশাকে ততটাই অভিজাত লাগছিল মুকেশকে। পাশাপাশি বসেছিলেন তাঁরা। খাচ্ছিলেন ওআরএস-এর ৩০ টাকার প্যাকেট। এই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
HQ pictures of Shah Rukh Khan & Mukesh Ambani at Rashtrapati Bhavan earlier today for PM Narendra Modi's Oath Ceremony ♥️#ShahRukhKhan pic.twitter.com/HlUE9lV7PU
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) June 9, 2024
দিল্লির চূড়ান্ত গরমে এমনিতেই বেহাল জীবন। আর্দ্রতা বাংলার মতো না হলেও, খুব কম নয়। চড়া তাপমাত্রায় জ্বালাপোড়া হওয়ার মতো অবস্থা। এসি-র ভিতরে থাকলেও, ডিহাইড্রেশন হতেই পারে এই গরমে। তার উপরে দিন কয়েক আগে আইপিএলের খেলা চলাকালীন প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। ভর্তিও হন আমদাবাদের হাসপাতালে। সেই জন্যই হয়তো অতিরিক্ত সতর্কতা স্বরূপ তাঁর হাতে ওআরএস-এর প্যাকেট। অন্যতম ব্যস্ত শিল্পপতি মুকেশ আম্বানিরও গরমে সুস্থ থাকার দায় আছে বইকি! তাই একই পথ ধরেছেন তিনিও।
তবে দেশের অন্যতম দুই ধনী মানুষকে এই সাধারণ পানীয় খেতে দেখে প্রবল প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ অবাক হয়ে মন্তব্য করেছেন, 'এরাও এই ওআরএস-গুলো খায়!' কেউ আবার মজা করে লিখেছেন, 'এই ওআরএস-টা খাওয়ার মতো বড়লোক হতে চাই!' আবার কারও গম্ভীর বক্তব্য, 'কোল্ডড্রিঙ্কের চেয়ে অনেক ভাল এই ওআরএস-এর প্যাকেট। গরমের জন্য একেবারে আদর্শ।'