শেষ আপডেট: 25th January 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে একসময় বলিউডে জোর গুঞ্জন উঠেছিল। তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে নানা রকমের আলোচনা হয়েছিল, যদিও এই দুজন কেউই কখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে সম্পর্কের ব্যাপারে নানা ধরনের পরকীয়া সংশ্লিষ্ট জল্পনা চলেছিল। বলা হচ্ছিল, প্রিয়াঙ্কার জন্যই নাকি শাহরুখ খানের পরিবারে সমস্যা তৈরি হচ্ছে, তবে বাস্তবে তেমন কিছু হয়নি।
তাঁদের সম্পর্কের নানা দিক যেমনই থাকুক, শাহরুখ খান কিংবা প্রিয়াঙ্কা চোপড়া কোনদিনও সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি বা কোনও ধরণের পদক্ষেপ নেননি। বলিউডে এই জুটির সম্পর্কের খবর ছিল ভাইরাল, বিশেষ করে তাঁদের মাঝে যেভাবে কথা বলার দৃশ্য বা ভাইরাল ভিডিও দেখতাম, তাতে তাঁদের সম্পর্কের মধ্যকার ঘনিষ্ঠতা এবং মাধুর্য নিয়ে সন্দেহের অবকাশ ছিল না।
এক সময় শোনা গিয়েছিল যে ২০০৫ সালে তারা টরন্টোতে গিয়ে ইসলামের মতে নিকাহ করেছেন। জানা গিয়েছে, ডন ২ ছবির শুটিং চলাকালে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। যদিও শাহরুখ খান এই ব্যাপারে কখনও কিছু বলেননি, কিন্তু সময়ের সঙ্গে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল এবং একসঙ্গে আর দেখা যেত না। কিছু বছর পর এক কনসার্টে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল, তবে এখন পর্যন্ত একসঙ্গে কোনও সিনেমা করার খবর পাওয়া যায়নি।