শেষ আপডেট: 8th March 2025 16:28
দ্য ওয়াল ব্যুরো: এবার আইনি জটে পড়লেন বলিউডের তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফ। পান মশলার বিজ্ঞাপনের দাবি বিভ্রান্তিকর — এই অভিযোগেই বলিউডের তিন তারকা শাহরুখ, অজয় ও টাইগারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে জয়পুর জেলা কনজিউমার ডিসপুট রিড্রেসাল ফোরাম। বিজ্ঞাপনে পণ্যের প্রতিটি দানায় কেশর থাকার যে দাবি করা হয়েছে, সেটিকে প্রশ্নের মুখে ফেলে আদালত নোটিস পাঠিয়েছে এই তিন অভিনেতাকে।
আগামী ১৯ মার্চ তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার সূত্রপাত জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়ালের অভিযোগের ভিত্তিতে। তাঁর বক্তব্য, বিজ্ঞাপনে কেশর থাকার দাবি করা হলেও বাস্তবে তা বিশ্বাসযোগ্য নয়। কারণ, ১ কেজি কেশরের দাম যেখানে ৪ লাখ টাকা, সেখানে মাত্র ৫ টাকার পান মশলার প্যাকেটে প্রতিটি দানায় আসল কেশর থাকা অসম্ভব। এমনকি তার স্বাভাবিক গন্ধও পাওয়া যায় না।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই ধরনের পান মশলা ও গুটখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তা সত্ত্বেও সেলিব্রেটিদের দিয়ে এই পণ্যের প্রচার চালিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে সংশ্লিষ্ট সংস্থা। তাই এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধের আবেদনও জানিয়েছেন অভিযোগকারী।
এটাই প্রথম নয় — এই বিজ্ঞাপন ঘিরে আগেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে। শাহরুখ ও অজয়ের সমালোচনাও হয়েছে বিস্তর। এমনকি এই বিতর্কের কারণে আগেই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। এবার ফের আদালতের নোটিসে চাপে বলিউডের তিন জনপ্রিয় তারকা।