শেষ আপডেট: 4th January 2025 19:51
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান ও গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্যে রয়েছে অনেক ওঠাপড়া। দীর্ঘ এই সময় ধরে তাঁরা একে অপরকে নিয়ে নানা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। বলিপাড়ার অন্যতম প্রভাবশালী দম্পতি হিসেবে তাঁদের সম্পর্কের বিশেষ গুরুত্ব রয়েছে। ছোটবেলার প্রেম থেকে শুরু করে নানা প্রতিকূলতা অতিক্রম করে একসঙ্গে জীবন কাটাচ্ছেন তাঁরা।
অনেক বছর আগে 'কফি উইথ করণ'-এ আসেন শাহরুখ, যেখানে তাঁদের সম্পর্ক নিয়ে সঞ্চালক করণ জোহরের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন যে, প্রথমে তিনি ভেবেছিলেন গৌরী কখনও ভাল মা হতে পারবেন না। বিশেষ করে, শিশুর প্রতি নারীদের যে স্বাভাবিক স্নেহ থাকে, সেটা তিনি গৌরীর মধ্যে দেখেননি।
শাহরুখ আরও জানান, আরিয়ানকে জন্ম দেওয়ার সময় তিনি খুবই ভয় পেয়েছিলেন। অপারেশন থিয়েটারে গৌরীকে দেখার পর শাহরুখ বলেছিলেন, 'আমি ভেবেছিলাম, হয়তো গৌরীকে বাঁচাতে পারব না। সেই মুহূর্তে, আমার স্ত্রী আমার কাছে সন্তানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল।'
বর্তমানে তিন সন্তানের মধ্যে সুখে জীবন কাটাচ্ছেন শাহরুখ ও গৌরী। তাঁদের বড় ছেলে আরিয়ান নিজের ব্যবসা শুরু করেছেন, এবং মেয়ে সুহানা খান ধীরে ধীরে সিনেমার দুনিয়ায় পা রেখেছেন। ইতিমধ্যে একটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। ছোট ছেলে আব্রাম খান এখনও স্কুলে পড়ছেন।