শেষ আপডেট: 9th January 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: ৫১ বছর পূর্ণ করলেন অভিনেতা ফারহান আখতার। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। এরই মধ্যে খবর, তিনি নাকি বাবা হচ্ছেন। শোনা যাচ্ছে, দ্বিতীয় স্ত্রী শিবানী দান্ডেকর অন্তঃসত্ত্বা! এ সব নিয়েই যখন চলছে জোর গুঞ্জন তখন মুখ খুললেন ফারহানের সৎ মা শাবানা আজমি।
শিবানীর গর্ভবতী হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, "মিথ্যে কথা। সবটাই রটনা"। যদিও ফারহান বা শিবানী এখনও পর্যন্ত এই নিয়ে অফিসিয়ালি কোনও মন্তব্য করেননি।
২০০০ সালে কেশসজ্জা শিল্পী অধুনা ভবানীকে ভালবেসে বিয়ে করেছিলেন ফারহান আখতার। ১৭ বছরের বৈবাহিক জীবন শেষ হয় ২০১৭ সালে। তাঁদের দুই সন্তান রয়েছে-- শাক্য ও আকিরা। অধুনার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর শিবানীর প্রেমে পড়েন ফারহান। ২০২২ সালে বিয়ে করেন তাঁরা। এরপর থেকে চুটিয়ে সংসার করছেন দু'জনে।
এরই পাশাপাশি আগামী ছবি 'জি লে যারা' নিয়েও ব্যস্ত ফারহান। ওই ছবিতে অভিনেতা নয়, তাঁকে দেখা যাবে পরিচালকের ভূমিকায়। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে।