শেষ আপডেট: 17th September 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো: অগস্টে বিভিন্ন চ্যানেলে শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক। তালিকায় রয়েছে 'বসু পরিবার' থেকে শুরু করে 'বউচুরি'। এরই মধ্যে সম্প্রতি বেশ জনপ্রিয় হয়েছে প্রচেত গুপ্তর কাহিনী অবলম্বনে তৈরি ধারাবাহিক 'মধুর হাওয়া'। ধারাবাহিক জুড়ে রয়েছেন এক সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কানন দেবী।
গল্পের কেন্দ্রবিন্দু উত্তর কলকাতার সান্যাল বাড়ি। বাড়ির কর্তা বছর ৮০-র নীহার রঞ্জন সান্যাল। কানন দেবীর গান ও অভিনয়ের ভক্ত তিনি। সবসময় শুনতে থাকেন কানন বালার পুরনো গানের রেকর্ড৷ তাঁর স্ত্রী কিরণময়ী। অল্প বয়সে কিরণময়ীর কণ্ঠে কাননবালার গান শুনেই মুগ্ধ হয়েছিলেন নীহারবাবু। স্ত্রী'র নাম বদলে কাননও রাখতে চেয়েছিলেন এক সময়ে।
তা না হওয়ায় সাধ পূরণ করতে নীহারবাবু নিজের বাড়ির নাম রাখেন কিরণ কানন। তাঁর দুই সন্তান। নিরঞ্জন ও নীহারিকা। এই কানন দেবীকে নিয়েই হাজারো সমস্যা সান্যাল বাড়িতে। রয়েছে আরও অনেক সমস্যাও।
বর্তমানে দীপক-তিয়াসার বিয়ের দিন পিউকে নিয়ে বিয়ের মণ্ডপে ঝামেলা শুরু হয়। সবাই জানতে পেরে যায় পিউ ডিভোর্সী। তাঁর এই অপমান বিজয় সহ্য করতে না পেরে পিউকে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দেয়। বিজয়ের এই সিদ্ধান্তে অবাক সান্যাল বাড়ির সকলে। বাড়ির পুত্রবধূ হিসেবে পিউকে কী মেনে নেবে পরিবারের লোকজন? দীপক, তিয়াসা, পিউ বা বিজয়ই বা কে? জানতে সোম-শনি সন্ধে ৭টায় চোখ রাখতে হবে আকাশ আটে।