শেষ আপডেট: 7th March 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো: এক সময়ে ‘সিরিয়াল কিসার’ বলা হতো তাঁকে। কিন্তু সে নাম একেবারেই পছন্দ ছিল না ইমরান হাশমির (emraan hashmi)। কারণ বারবার তিনি একাধিক ছবিতে প্রমাণ দিয়েছেন ইনটেন্স চুমুর থেকে ইনটেন্স অভিনয় আরও বেশি প্রভাব ফেলতে পারে দর্শকমনে। এমন একাধিক ছবি রয়েছে, যে ছবিতে ইমরান প্রমাণ দিয়েছেন তাঁর অভিনয় দক্ষতা! উল্লেখ্য আজ থেকে প্রায় ১৮ বছর আগে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’। শুধুমাত্র ইমরানের অভিনয়ের প্রশংসা হয়নি তখব, দশকে বড় হয়ে ওঠা প্রজন্মের কলার টিউনে বেজেছিল ‘আওয়ারাপন’-এর গান।
আজ আবার ফিরে এল সেই গান ইনস্টা পোস্টে। 'তো ফির আও' ছবির সেই কাল্ট গানটি বাজল এক ভিডিওতে। সেই ভিডিও পোস্ট করেছেন খোদ ইমরান। দেখা যাচ্ছে, ইমরান এক নৌকায় চেপে এগিয়ে চলেছেন। কিছুক্ষণ পর সে খাঁচা থেকে মুক্ত করছে পায়রাদের, ঠিক যেমনটি ‘আওয়ারাপান’ ছবিতে করেছিল শ্রিয়া সরণ চরিত্রটি। হাশমির মুখে শোনা যাচ্ছে সেই জনপ্রিয় সংলাপও। ‘আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি, কারওর জীবনের জন্য, মৃত্যুবরণ করাই আমার জীবনের লক্ষ্য’। আর তারপরই শুরু হয় ‘তো ফির আও’। স্ক্রিনে ফুটে ওঠে রক্তাক্ত হাত আরও চেপে ধরছে রিভলভার। আর তারপরের দৃশ্যে চোখ খুলতে দেখা যাচ্ছে ইমরানকে। (emraan Hashmi)
View this post on Instagram
অনেকটাই ধোঁয়াশা মাখানো এই ছোট্ট ভিডিও। পোস্টের কমেন্ট সেকশনে, কৌতূহলী ভক্তদের একের পর এক প্রেডিকশন। কেউ লিখছেন ‘রি রিলিজ হতে চলেছে আওয়ারাপন (Awarapan)?’ আর কেউ লিখছনে ‘সিকোয়েল আসতে চলেছে!’ মন্তব্যের ঝড় বইছে কমেন্ট সেকশনে। বলিউডে এখন ছবি রি-রিলিজের মরশুম। এমন সময়ে ‘আওয়ারাপন’কে আরও একবার বড় পর্দায় দেখতে আগ্রহী বহু দর্শক। আর কেউ-কেউ ২০০৭ সালের কাল্ট ছবির সিকোয়েলের দাবি রাখছেন কমেন্টে।
যদিও হাশমি কিংবা নির্মাতারা এই পোস্টের সম্পর্কে মুখ খোলেননি, তবে ইন্ডাস্ট্রি সূত্র মারফত যা খবর এসেছে তা হল, এই ভিডিওই সম্ভবত ‘আওয়ারাপন’(Awarapan)? সিকোয়েলের আবছা ঘোষণা। বিশেষ ফিল্মস প্রযোজিত, ‘আওয়ারাপন’ পরিচালনা করেছিলেন মোহিত সুরী এবং অভিনয় করেছিলেন মৃণালিনী শর্মা, আশুতোষ রানা, পূরব কোহলী প্রমুখ।