শেষ আপডেট: 20th September 2023 08:37
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি শাহরুখ খানের জওয়ান নিয়ে উন্মাদনা যখন তুঙ্গে, তখন প্রায় চোখের আড়ালে চলে গেছে এমন একটি সিনেমা যা বক্স অফিসে ততটা সাফল্য না পেলেও বহু মানুষের মনে জায়গা করে নিয়েছে। সেই সিনেমাটি হল 'ঘুমর' (Sayami kher in ghoomer movie)।
সায়ামির অভিনয় দেখে ক্রিকেটের ঈশ্বর শচীন তেনডুলকারও তাঁর বোলিং অ্যাকশনের প্রশংসা করেছেন। জানা গেছে, বাস্তব জীবনেও এই অভিনেত্রী ক্রিকেট খেলতেন। ডান হাতে ক্রিকেট খেলার জন্য বেশ নামডাকও ছিল তাঁর কলেজজীবনে। তবে ছবিতে তাঁকে বাঁ-হাতে খেলতে হয়েছে ফলে শারীরিক প্রস্তুতির থেকেও বেশি প্রয়োজন ছিল মানসিক প্রস্তুতির। সকলেই জানেন যাঁর যে হাত বেশি সক্রিয়, সেই হাত দিয়ে দৈনন্দিন কাজ না করতে পারলে কতটা অসুবিধে হয়। সায়ামিকেও সেই একই অসুবিধের মধ্যে পড়তে হয়েছে।
শট দিতে গিয়ে পাছে ডানহাতে কিছু করে ফেলেন সেই সম্ভাবনা আটকাতে দশ ঘণ্টা নিজের ডান হাত বেঁধে রাখতেন তিনি। এমনকী বাঁ-হাত দিয়ে বাড়ির সমস্ত কাজ, রান্নাবান্না করতেন সায়ামি। ছবিতে অভিষেক বচ্চনকে সায়ামির কোচের ভূমিকায় দেখা যায়। প্রতিবন্ধকতা যে নিজের ভাললাগার কাজের কাছে কোনও বাধা নয় সেটাই তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে সায়ামি ফুটিয়ে তুলেছেন ঘুমর ছবিতে।
বলিউডের স্বামীদের মধ্যে ভিকি কৌশলই সেরা, কীভাবে ক্যাটের ‘পারফেক্ট’ বর হলেন অভিনেতা?