শেষ আপডেট: 16th March 2025 20:08
দ্য ওয়াল ব্যুরো: তিন প্রাক্তন প্রেমিকাই গুরুতর অভিযোগ এনেছেন অভিনেতা-ব্লগার সায়ন্ত মোদকের নামে। মারধর তো বটেই আর্থিক তছরূপেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিনেতার বন্ধু সায়ক চক্রবর্তী যিনি আবার সায়ন্তর টলিউড জীবনের প্রথম প্রেমিকা দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গেও কাজ করেছেন ধারাবাহিকে। এবার সেই সায়কই ক্ষমা চাইলেন অভিনেত্রীর কাছে। একই সঙ্গে স্বীকার করে নিলেন, তিনি ভুল করেছেন।
সায়কের দাবি তাঁর বন্ধু সায়ন্ত যে মারধর করেছেন প্রেমিকাদের, এ সম্পর্কে একেবারেই অবগত ছিলেন না তিনি। তাঁর কথায়, "তিনজনের কথা শুনেই মনে হয়েছে খুব টক্সিক একটা ব্যাপার। এরকম কেউ যদি জীবনে থাকে, ততক্ষণাৎ বের করে দেওয়া উচিৎ।" দেবচন্দ্রিমার সঙ্গে এই মুহূর্তে বন্ধুত্ব অনেকটাই ফিকে সায়কের। সে জন্য অতীতের 'ভুল'কেই দায়ী করেন তিনি।
তিনি জানান, একটি অনুষ্ঠানে খাবারের প্যাকেটের উপর ইংরেজিতে ডিসি লেখা ছিল। ঘটনাচক্রে দেবচন্দ্রিমা আদ্যাক্ষরও ডিসি। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সায়ন্তও। খাবারের প্যাকেটে প্রাক্তনের আদ্যাক্ষর নজর এড়ায়নি তাঁর। তা সায়ককে ডেকে দেখান তিনি। প্রথমটাঊ বুঝতে না পারলেও পরে তা বুঝে হেসে ফেলেন সায়ক। সেই ভ্লগটি এখনও ইউটিউবে রয়েছে। তবে হাসা যে ঠিক হয়নি, তা এখন অনুধাবন করেছেন সায়ক, জানালেন নিজেই। দেবচন্দ্রিমার খারাপ লেগেছিল, কষ্ট পেয়েছিলেন তিনি। আর সেই কারণেই তাঁর কাছে ক্ষমা চাইতে বিন্দুমাত্র লজ্জা নেই সায়কের। তাঁর কথায়, "আমি ভুল করেছি। সেদিন ওভাবে হাসা তাঁর উচিৎ হয়নি।"
সায়ন্ত সরি বলুক, চান সায়ক। সায়ন্তের উদ্দেশে তাঁর বার্তা, "যেটা করেছিস, একটু গিল্টি ফিল কর। তুইও জানিস, ৩টে মানুষ একসঙ্গে মিথ্যে কথা বলতে পারে না। সরিটাও সঠিকভাবে বলিস, যেভাবে সমস্ত কিছু তুই ভ্লগে বলে থাকিস সেভাবে।" সায়ন্তের বিরুদ্ধে একসঙ্গে গর্জে উঠেছেন সব প্রাক্তনেরা। কর্মক্ষেত্রেও এর প্রভাবে পড়েছে। মাত্র সাত দিনেই হু হু করে কমছে সাবস্ক্রাইবার, কমেই চলেছে লাগাতার।